রাত পোহালেই খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন
চকরিয়ায় ৫ চার্চের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
বুধবার ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারের চকরিয়ায় পালিত হবে শুভ বড়দিন। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে চার্চগুলো। সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে কড়া নিরাপত্তা।
জানা গেছে, চকরিয়া উপজেলার ডুলাহাজারা, মালুমঘাট, ফাঁসিয়াখালী, হারবাং ও বমুবিলছড়িসহ ৫ টি ব্যাপ্টিস্ট চার্চে পালিত হবে শুভ বড়দিন। এজন্য নানা অনুষ্ঠান মালার আয়োজন করেছে স্ব স্ব চার্চের কর্মকর্তরা। বুধবার সকাল ৮টায় পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। এরপর থাকবে কেক কাটা, সংগীতানুষ্ঠানসহ নানা অনুষ্ঠান।
ডুলাহাজারাস্থ বৈরাগীখিল বিরয়া ব্যাপ্টিস্ট চার্চের পালক সুকুমার দে বলেন, বুধবার সকাল থেকে শুরু হবে শুভ বড়দিনের মুল অনুষ্ঠান। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। চার্চসহ সমস্ত এলাকায় সাজসজ্জা করা হয়েছে।
আমরা সকালে পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করবো। এরপর বিভিন্ন অতিথিরা আসবেন। তাদের নিয়ে কেক কাটা হবে। পরে সংগীতানুষ্ঠান শুরু হবে।
এদিন আমরা ঈশ্বরের কাছে দেশের মঙ্গলের জন্য প্রার্থনা জানাবো। একে অপরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাবো।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব যাতে সুষ্ঠু সুন্দর ও আনন্দগন পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য সার্বিক নিরাপত্তা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তার জন্য সাদা পোশাকের সদস্যরা কাজ করবে। পুলিশের একাধিক টিম টহলে থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও নিরাপত্তার জন্য কাজ করছে। আশাকরি সকলের সহযোগিতায় শুভ বড়দিন সুষ্ঠু, শান্তিপূণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত