কক্সবাজারের টেকনাফে যানবাহন তল্লাশি চালিয়ে৬হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ সালাম(২৩)নামে এক অটোরিক্সা চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটা জব্দ করা হয়।
রবিবার(২২ডিসেম্বর)সকালে হোয়াইক্যং ইউপি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ সালাম হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।
তিনি বলেন,রবিবার(২২ডিসেম্বর)সকালে হোয়াইক্যং চেকপোস্টের একটি টহলদল হোয়াইক্যং হতে কুতুপালংগামী একটি সিএনজি চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়।পরে সিএনজিটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালকের স্বীকারোক্তিতে সীটের নীচে পার্শ্বে বক্সের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায়৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মাদক পাচারে ব্যবহৃত সিএনজি গাড়িটা জব্দ করা হয়।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত সিএনজি ও ইয়াবাসহ আটক আসামি’র বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত