কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও ১০রাউন্ড রাইফেলের গুলিসহ আতাহারুল হক(১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ডিসেম্বর) ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দরগাহ পাড়া বটতলা থেকে এসবসহ তাকে আটক করা হয়।
আটক সেই একই ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান,বুধবার ভোররাতে হ্নীলা ইউপিস্থ দরগাহ পাড়া বটতলা পাকা রাস্তার উপর উপ পরিদর্শক বিশ্বজিৎ পাল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি সময় পূর্ব দিক হইতে একটি টমটম গাড়ি আসতে দেখে থামানোর জন্য সিগন্যাল দেয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে টমটমে থাকা যাত্রী তার কোমর হইতে একটি বস্তু রাস্তায় ফেলে দেয়।সন্দেহ হলে টমটম গাড়িতে থাকা যাত্রী ও ড্রাইভারকে দেহ তল্লাশী করে যাত্রীর ডান হাতের মুঠোতে১০রাউন্ড রাইফেলের গুলি এবং তার দেখানো মতে রাস্তার পাশে ফেলে দেওয়া একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গানসহ তাকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,অস্ত্র আইনে মামলা রুজু করে আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামত