সিএসবি ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪ ৩:৫৩ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের সবখাতে অনিয়ম, দুর্নীতি আর লুটপাট করেছে। দেশে ওয়াজ-মাহফিল আয়োজনেও বাধা দিয়েছিলো ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী বাজারে জামি‘আ ফারুকিয়া আখতারুল উলূম ছয়ানী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

 

বরকত উল্ল্যাহ বুলু বলেন, দেশে এখনো স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে, সবাইকে সচেতন থাকতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদেরে আরো সচেতন থাকার আহ্বান জানান তিনি। এসময় বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান বুলু।

অনুষ্ঠানে জামাল উদ্দীনের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হুমায়ূন কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আব্দুজ জাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. শাহ আলম ও ডা. আতাউল্লাহ বিপ্লবসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 

পরে পবিত্র কোরআন ও হাদিসের বয়ান করেন পীরে কামেল আল্লামা নূরুল হক। এছাড়াও মুফতি আমজাদ হোসেন, মুফতি মাহবুবুল হাসান জাবেদ ও মাওলানা কামালুদ্দীন তাহেরি বয়ান করেন। শত শত ধর্মপ্রাণ মুসুল্লী এতে অংশ নেন।

 

পাঠকের মতামত

মিয়ানমারে দিনদুপুরে জ্বালানি তেলসহ খাদ্যপণ্য পাচারে জড়িত একটি সিন্ডিকেট

         মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আশঙ্কাজনক হারে জ্বালানি তেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য দিনদুপুরে পাচার হচ্ছে। তবে ...

যানজটে নাকাল উখিয়া!

         কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম স্টেশন কোর্টবাজার, উখিয়া সদর ও কুতুপালংয়ের যানজট যেন সাধারণ পথযাত্রী ও চালকদের ...

পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে বাজার পাচ্ছে টেকনাফ ও সেন্টমার্টিনদ্বীপে

         সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্থানে প্লাস্টিক দূষণ রোধে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে শুরু হয়েছে ...