আবদুস সালাম, টেকনাফ ॥
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪ ১০:০৮ পিএম

মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আশঙ্কাজনক হারে জ্বালানি তেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য দিনদুপুরে পাচার হচ্ছে। তবে সীমান্ত দিয়ে নয়, মিয়ানমারে তেল পাচারের নিরাপদ রুট হিসেবে সমুদ্র উপকূলকে ব্যবহার করছে চোরাকারবারিরা।

 

মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে জ্বালানি তেলসহ খাদ্যপণ্যের সংকট দেখা দিয়েছে। তাই পাচারকারীরা নতুন কৌশল অবলম্বন করছেন। সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে চোরাকারবারিরা এখন সমুদ্র উপকূলকে পাচারের নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে।

 এ কাজে ব্যবহার করা হচ্ছে উপকূলের ফিশিং বোট,ট্রলার ও জেলেদের। সমুদ্র উপকূলে রয়েছে অসংখ্য পয়েন্ট। তার মধ্যে পাচারের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে একটি প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে। টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড দরগাহছড়ার মোহাম্মদ হোছনের ছেলে মোঃ জুনায়েদ (৩০) এর নেতৃত্বে একই এলাকার মৃত সিকান্দার আলীর ছেলে আব্দুল গফুর (৫০),আব্দুল গফুরের ছেলে মোঃ হারুন(২৭),মৃত মোহাম্মদ হোছনের ছেলে মোঃ শোয়াইব (৩৫) এদের নেতৃত্বে

সমুদ্র উপকূলের সদরের দরগাহ ছাড়া নৌকার ঘাট ও বিভিন্ন ঘাটে ইয়াবা পাচার,মানবপাচার,জ্বালানি তেল,সিমেন্টসহ বিভিন্ন খাদ্যপণ্য পাচার করে আসছে। এছাড়া বাহারছড়ার ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট,সাবরাং ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট,  শাহপরীরদ্বীপের বিভিন্ন পয়েন্ট, পৌরসভার জালিয়াপাড়া,চৌধুরীপাড়া,ট্রানজিট জেটিঘাট, উখিয়ার রেজুখাল, ইনানি, হিমছড়ি ও নাজিরারটেক পয়েন্টগুলো দিয়ে দেশের মূল্যবান জ্বালানি তেল এবং খাদ্যপণ্য পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মিয়ানমারে তেলসহ খাদ্যপণ্য পাচারে জড়িতদের তালিকা তৈরি করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই আমরা নামগুলো জানাচ্ছি না। একই সঙ্গে সমুদ্র উপকূলের পয়েন্টগুলো চিহ্নিত করার পাশাপাশি চোরাকারবারিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

         রফিক মাহমুদ, উখিয়া: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ...

করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, বালু সহ নৌকা জব্দ

         পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিককে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ...