করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, বালু সহ নৌকা জব্দ
পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিককে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ...
হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১০-১২ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে। এতে কাজে যেতে পারছে না নিম্ন আয়ের মানুষেরা। দূর্ঘটনা এরাতে হেডলাইট জালিয়ে চলছে গাড়ি। অনেক জায়গায় আগুন পোহাতে দেখা যায় অসহায় মানুষদের।
আজ শুক্রবার (১৩ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার এবং সকাল ৯ টায় ৮. ৪ ডিগ্রি সেলসিয়াস নির্ধারন করেন। তেতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জীতেন্দ্রনাথ এর সাথে কথা বললে তিনি জানান, সামনের দিকে যত যাবে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।
পাঠকের মতামত