উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪ ১০:২১ পিএম

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের শাহরুম সিকদার পাড়ায় অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সোমবার দুপুরে শাহরুম শিকদার পাড়া নুরুল আলম ও শামশুল আলমের পুত্র আকতার বাদশা ও রহিম উল্লাহ বসতবাড়ি আগুনে পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

 

সোমবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম.এ করিম, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।

 

এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, দক্ষিণ ধূরুং ইউনিয়নে শাহরুম শিকদার পাড়ায় আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক ত্রাণসামগ্রী ও কম্বল দেওয়া হয়েছে। পরবর্তী বাড়ি নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...

এলাকাবাসীর বিক্ষোভ, মাদকদ্রব্য অধিদপ্তরের কার্যালয় ভাঙচুর টেকনাফে জামায়াত নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা

         কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর চেষ্টার পাশাপাশি সাদা পোশাকে টেকনাফ ...