কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে১০হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ সোহেল(২২)নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি।
সোমবার(০৯ডিসেম্বর)বিকালে হোয়াইক্যং ইউপি কোনাপাড়া মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল মিয়ানমার মংডু থানার নয়াপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন (বিজিবি)ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,সোমবার (৯ডিসেম্বর) বিকালে হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৮হতে আনুমানিক৫০০গজ উত্তর-পূর্ব দিকে কোনাপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।এমন তথ্যে হোয়াইক্যং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল কোনাপাড়া মাঠ এলাকায় অভিযান চালায়।এসময় এক ব্যক্তিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে কোনাপাড়া মাঠ এলাকার দিকে আসলে তাকে আটক করতে সক্ষম হয়।পরে তার হাতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত