সিএসবি ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪ ৬:৪৬ পিএম

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে তাতে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। প্রকৃত অর্থে একটি দেশের পুলিশ বাহিনী যেমন হওয়া উচিত নতুন বাংলাদেশে আমরা সেই রকম পুলিশ হতে চাই।

রোববার (৮ ডিসেম্বর) উত্তরা-পূর্ব থানায় পুলিশ, ছাত্র-জনতা ও উত্তরা-পূর্ব থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমাদের সমাজের অধিকাংশ লোকই শান্তিপ্রিয়। অপরাধ করে খুবই অল্প সংখ্যক লোক। সমাজের শান্তিপ্রিয় লোকগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে আমরা সেই ব্যবস্থা করতে চাই। আর যে অল্প সংখ্যক লোক অপরাধ করে তাদের আদালতে সোপর্দ করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে চাই।

 

তিনি আরও বলেন, পুলিশ পরিচালিত হয় আইন ও বিধি মোতাবেক। পুলিশ কি করতে পারবে, কি করতে পারবে না তা আইনে স্পষ্টভাবে বলা আছে। অথচ বিগত সময়ে কিছু কিছু পুলিশ সদস্য তার অপব্যবহার করেছে। আমরা সে ইতিহাস থেকে ফিরে আসতে চাই। আমরা জনগণের মধ্যে ফিরে আসতে চাই। আমরা জনগণের পুলিশ, জনগণের জন্য পুলিশ।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও উত্তরা-পূর্ব থানা এলাকার নাগরিক অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

 

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উত্তরা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

         নানা আয়োজনে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক দুর্নীতি ...

কক্সবাজারের উখিয়ার ইনানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্রবাহিনী ও বিওএ এর সংব্বর্ধনা পেলেন সাফজয়ীরা

         গত ৩০ অক্টোবর স্বাগতিক নেপালকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের দশরথ ...

কক্সবাজারকে স্বপ্নের পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব- পর্যটন উপদেষ্টা 

          বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশের প্রায় ...

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

         বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর ...

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

         গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক ...