প্রকাশিত:
ডিসেম্বর ৮, ২০২৪ ৯:৪০ পিএম
ফারুক আহমদ •
উখিয়ায় হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল গোল আলু চাষের প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় চাষিরা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি রবি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে এক হাজার দুইশো হেক্টর জমিতে গোল আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ১৫০ হেক্টর বেশি।
এদিকে, আমন ধান কাটা শেষ হওয়ার সাথে সাথে গোল আলুর বীজ রোপনের জন্য জমি তৈরির কাজ শুরু করেছেন বলে জানান স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা নিজামউদ্দিন জানান, উন্নত জাতের বীজ সংগ্রহ, রোপন পদ্ধতি, রোগবালাই দমন, সঠিক পরিচর্যা ও সার প্রয়োগ, ফলন উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত