প্রকাশিত:
ডিসেম্বর ৮, ২০২৪ ১২:০০ এএম
ফারুক আহমেদ •
উখিয়ায় পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রসারিত নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে।
পাঁচতলা বিশিষ্ট নতুন এসব ভবন নির্মাণ হওয়ায় বিদ্যালয়গুলোতে দুই হাজার শিক্ষার্থীর শ্রেণি সংকট দূরীকরণসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহামম্মদ উল্লাহ।
তিনি বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে। এর ফলে বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া আইসিটি ক্লাস চালু ও বিজ্ঞান শাখার ল্যাবরেটরি স্থাপন সম্ভব হয়েছে।
পাঠকের মতামত