আবদুস সালাম, টেকনাফ ॥
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪ ৯:৫৪ পিএম

চালিয়ে ৯৬৫পিস ইয়াবাসহ মোঃ আলম(২৭)নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শুক্রবার(৬ডিসেম্বর)বিকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক সেই সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়ার বাসিন্দা মোহাম্মদ  মোন্নাফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন(বিজিবি)ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।তিনি বলেন,শুক্রবার(০৬ডিসেম্বর)বিকালে দমদমিয়া চেকপোস্টের একটি টহলদল টেকনাফ হতে হ্নীলাগামী একটি সিএনজি তল্লাশীর জন্য থামানো হয়।পরে বিজিবি K-9 ইউনিটের সদস্য এবং বিজিডি-১০৮৯সিপাহী ডগ মেঘলা সিএনজির পিছনে থাকা একজন যাত্রীর শরীরে ক্রমাগত ঘ্রান নিতে থাকে সন্দেহমূলক আচরণ হয়।চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা ঐ যাত্রীকে তল্লশি করে তার পরিহিত প্যান্টের পকেটে লুকায়িত অবস্থায়৯৬৫পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামি’র বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তরের প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...