কক্সবাজারের টেকনাফে যুবককে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকরী ও একাধিক মামলার আসামি বদি আলম প্রকাশ বদি(৪০)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার বদি আলম হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ার নজির আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিঃপুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া)মোঃকামরুজ্জামান।
র্যাব জানায়,গত(১৭নভেম্বর)রাতে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়া বটগাছতলা এলাকায় ভিকটিম আব্দুর রহমান ও তার প্রতিপক্ষ ইয়াবা কারবারীদের সাথে ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে বাজারে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।ঘটনার মূল পরিকল্পনাকারী বদি আলম প্রকাশ বদি তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে খুনের উদ্দেশ্যে অত্যন্ত পাশবিক ও বর্বরোচিত কায়দায় ভিকটিমকে সজোরে আঘাত করে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে এবং তার সাথে থাকা অন্যান্য আসামীদের মধ্যে একজন গুলি করে।পরে এঘটনায় আব্দুর রহমান মারা যান।
কক্সবাজার র্যাব-১৫ অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া)মোঃকামরুজ্জামান বলেন,শুক্রবার(০৬ডিসেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে
ছুরিকাঘাতে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী বদি আলম প্রকাশ বদি ঈদগাঁও-পূর্ব নাপিতখালী এলাকায় আত্নগোপনে অবস্থান করছে।এমন তথ্যে র্যাব কক্সবাজারের একটি আভিযানিকদল ঐ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায়০৩টি হত্যা,০৫টি অস্ত্র,০৬টি মাদক,একটি ডাকাতি প্রস্তুতি ও একটি অন্যান্য মামলা’সহ মোট ১৬টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন,গ্রেফতার আসামি’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,বদি আলমকে আব্দুর রহমান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত