এম. এ রাহাত
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪ ২:৩৯ পিএম

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের আওতাধীন রাজাপালং,  রত্না পালং ও হলদিয়া পালং   এরিয়ার আগামীকাল(শনিবার) বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন   উখিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কায়জার নুর।

 

সোমবার(০২ ডিসেম্বর) দুপুর ২টা ৩০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

 

বিজ্ঞপ্তিতে জানান, উখিয়া উপজেলার রাজা পালং, উপজেলা কমপ্লেক্স, উখিয়া থানা কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, ৮ ও ১৪ এপিবিএন, উখিয়া বাজার, ফলিয়াপাড়া, মালভিটা পাড়া, হাজিরপাড়া, ছয়তারা, কাশিয়ার বিল, ডেলপাড়া, টাইপালং, আদালত পাড়া, জামতলি, জাদিমোরা, বটতলী, খয়রাতিপাড়া, দরগার বিল, দুছড়ি, কুতুপালং বাজার, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা, হাজীপাড়া, কোটবাজার, মনি মার্কেট, তেলিপাড়া, হরিণমারা, তুতুর বিল, সাদৃকাটা, ঝাউতলা, চৌধুরী পাড়া, হিজলিয়া স্টেশন, ধুরুম খালি, রত্না পালং এলাকা সমূহ, চাক বৈঠা, কামারিয়া বিল, ভালুকিয়া, গয়াল মারা, ক্লাসপাড়া, মৌলভী পাড়া, কুমির প্রোজেক্ট, উত্তর এবং দক্ষিণ পুকুরিয়া,রুহুল্লাহডেবা  সংলগ্ন এলাকায় বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (০৬ ডিসেম্বর)  সকাল ৮টা হতে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।

 

কাজ শেষ হওয়ার সাপেক্ষে নির্ধারিত সময়ের আগে যে কোন সময় লাইন চালু হতে পারে জানিয়েছেন ডিজিএম।

পাঠকের মতামত

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...

কুতুবদিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

         কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের শাহরুম সিকদার পাড়ায় অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।   ...