কক্সবাজারের টেকনাফের লম্বরী এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় অপহৃত একজনকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার(৩ডিসেম্বর) রাতে পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে বন্দী রাখা ভিকটিমকে উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ দস্তগীর হোসেন চৌধুরী মানিক।
উদ্ধার হওয়া অপহৃত হলেন,হ্নীলা ইউনিয়নের লেদা ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইউসুফের ছেলে জামাল হোসেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ শফি।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ দস্তগীর হোসেন বলেন,মঙ্গলবার রাতে তারই নেতৃত্বে একটি চৌকস টিম টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকায় অভিযান চালায়।এসময় মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে ধৃতকে সাথে নিয়ে তার দেখানো মতে পাহাড়ী এলাকায় বন্দী করে রাখা ভিকটিমকে উদ্ধার করা হয়।ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন,গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
উল্লেখ্য,কক্সবাজার জেলা পুলিশ ও ভোক্তভোগীদের তথ্য বলছে, এনিয়ে গত একবছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে১৪১ জনের অপহরণের ঘটনা ঘটেছে।এরমধ্যে৮৪জন স্থানীয় বাসিন্দা,৫৬জন রোহিঙ্গা নাগরিক।অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত৬৯জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।
টেকনাফ থানার তথ্য মতে,২০২৪ সালের১৮আগষ্ট থেকে ডিসেম্বর এই পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৩টি।এসব মামলায় আসামির সংখ্যা অন্তত৫১।এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে২১জনকে।
পাঠকের মতামত