সিএসবি ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪ ৭:৫৮ পিএম

কক্সবাজারে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটকের দাবী করেছে পুলিশ।

 

সোমবার সকাল সোয়া ১১ টায় সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান।

 

আটকরা হলেন, মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার মো. জকরিয়ার ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) এবং ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।

 

ওসি ইলিয়াস খান বলেন, সোমবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় কতিপয় লোকজন সশস্ত্র অবস্থান করার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক দুইজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

 

পরে আটকদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে দেশিয় তৈরী ৪ টি বন্দুক ও ২ টি ৭.৬ বোরের রাইফেলের গুলি পাওয়া যায়। আটকদের স্বীকারোক্তি মতে, ঘটনাস্থলের কিছু দূরে রাখা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

ওসি জানান, আটকরা অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় পাচার করছিল; তা জানতে পুলিশ কাজ করছে।

 

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত রহস্য উদঘাটন বের করা সম্ভব হবে বলে জানান ইলিয়াস খান।

 

তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ!

          কক্সবাজারের উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।পরে ভুক্তভোগী শিক্ষার্থী ...

কক্সবাজারে ফুটবলের নতুন দিগন্ত ফিফার অর্থায়নে নির্মিত হচ্ছে  বাফুফে টেকনিক্যাল সেন্টার

          বিশ্ব ফুটবলের মানচিত্রে কক্সবাজারকে উজ্জ্বল করতে এগিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার অর্থায়নে ...

এক বেঞ্চে ৫ জন বসিয়ে পরীক্ষা গ্রহণ বেঞ্চ-সংকটে ভোগান্তি থাইংখালী দাখিল মাদ্রাসায়

         • ৬৮০ জন শিক্ষার্থীর জন্য মাত্র ৮০ জোড়া বেঞ্চ • শ্রেণিতে পাঠদান চলাকালে বেঞ্চে বসে ...