রামুর ব্যাটালিয়ন(৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে ১০ হাজার পিস ইয়াবা সহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বিজিবি সুত্র জানায়, রোববার(১ ডিসেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের সময় উখিয়া হতে কক্সবাজারগামী সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে চালক ফারুক(২২) ও আয়াত উল্লাহ(২৬)এর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করলে, পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে মোটরসাইকেলের সীটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
আটক ফারুক উখিয়া উপজেলার পশ্চিম মরিচ্যার আব্দুল শুক্করের পুত্র এবং আয়াত উল্লাহ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১১/ব্লক-৬ এর মৃত দরবেশ আলীর পুত্র।
রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃত আসামীদের ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
পাঠকের মতামত