★পুড়েছে দোকান ও এনজিও অফিস
★এক ঘন্টা পর নিয়ন্ত্রণে আসলো আগুন
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, এক ঘন্টা পরে নিয়ন্ত্রণ আসলো আগুন,এতে পুড়লো এনজিও সংস্থা ব্রাকের লার্নিং সেন্টার ও ১১ টি দোকান, ১২ টি রোহিঙ্গাদের সেল্টার।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়ার ৭ নম্বর বি/ ৭ ব্লকের রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোহাম্মদ শরিফুল ইসলাম।
তিনি বলেন, রবিবার দুপুরের দিকে রোহিঙ্গা ক্যাম্প -৭ এ আগুন লাগে।এ খবর পেয়ে ফায়ার সার্ভিসে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এনজিও কর্মী, রোহিঙ্গা ভলান্টিয়ার ও সাধারণ রোহিঙ্গাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ১ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সঙ্গে এপিবিএন পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করেছেন।
এতে আগুনে পুড়েছে এনজিও সংস্থা ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের ভেতরে থাকা সেলাই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম, ১১ টি দোকান, একটি লার্নিং সেন্টার এবং ১২ টি রোহিঙ্গা সেল্টারে আগুনে পুড়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। তবে হতাহতের কোন তথ্য পাওয়া যায় নি।
তিনি আরও বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এনজিও সংস্থা ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের সোলার প্যানেলের ব্যাটারী থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে জানা গেছে।
পাঠকের মতামত