গত এক সপ্তাহ আগেও জরাজীর্ণ সুপারি পাতার ছাউনির নিচে রাত্রি যাপন করা শারিরিক প্রতিবন্ধী জাহেদ আলম এখন নতুন বাড়ি পেয়েছে।
উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাতিমুরা নিজ গ্রামে নতুন ঘর পেয়ে বেশ উচ্ছ্বসিত প্রতিবন্ধী জাহেদ আলম ও তার স্ত্রী সন্তানরা।
মানবিক এই কাজটি করেছে’ নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বন্ধুর অর্থায়নে উখিয়া’র মানবতার নায়ক নামে খ্যাত মোহাম্মদ ইদ্রিস।
রবিবার ( ১ ডিসেম্বর) বিকেলে জাহেদ আলমের কাছে আনুষ্ঠানিকভাবে নতুন বাড়ির চাবি বুঝিয়ে দিলেন মোহাম্মদ ইদ্রিস। এই পাওয়া জাহেদ ও তার স্ত্রী’র কাছে রীতিমতো স্বপ্নের মতো।
জানা যায়, জাহেদ আলমের চার কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। স্ত্রীর সহযোগীতায় ফুটপাতে রং চা বিক্রি করে চলে তার সংসার।
নতুন ঘরের চাবি হস্তান্তরের সময় মোনাজাতে সাংবাদিক এইচ.কে রফিকের মানবিক নিউজের জেরে ইদ্রিস’র অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বাড়ি করে দিতে যিনি সহায়তা করেছেন, তার জন্য কান্নাজড়িত কণ্ঠে দোয়া করেন প্রতিবন্ধী জাহেদ ও তার স্ত্রী সন্তানরা। মোনাজাত পরিচালনা করেন হযরত মৌলানা নুরুল হাসান আজাদ যুক্তিবাদী।
পাঠকের মতামত