মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুতুবদিয়ায় ইউএনও ব্যাডমিন্টন কাপ টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ৮টায় অফিসার্স ক্লাব মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা ও অফিসার্স ক্লাবের যৌথ উদ্যোগে ইউএনও ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিনের সঞ্চালনায় নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বক্তব্য রাখেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও টুর্ণামেন্টের অংশ গ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার বিমল কান্তি শীল।
উদ্বোধনী খেলায় মোস্তাইন বিল্লাহ-শাহেদ জুটি আয়াত-দেলোয়ার জুটিকে ২-০ সেটে পরাজিত করেন।
পাঠকের মতামত