পলাশ বড়ুয়া॥
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪ ১:৩৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় মোটর সাইকেল-ডাম্পারের ত্রি-মূখী সংঘর্ষে সোহেল রানা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল (রেজিষ্ট্রেশন নাম্বার-১১-৮৩৭৭) জব্দ করা হয়েছে।

 

রবিবার (১ ডিসেম্বর) রাত অনুমান সাড়ে ১২টার দিকে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া আমগাছতলা তিন রাস্তার মোড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

 

নিহত সোহেল রানা (২৮) ঝিনাইদহ কালিগঞ্জ লুচিয়া এলাকার নিহাল মন্ডলের ছেলে। আহতরা হলো, চাদপুর জেলার মনোহরদীর বাসিন্দা মৃত মিন্নাত আলীর ছেলে  হাসান আল মামুন(৩৬), বান্দরবান জেলার লামা ফাশিয়াখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে দিদার হাসান (২১), সিরাজগঞ্জ শাহজাদপুর রুপনাই গাছপাড়া খুনকী এলাকার আবু মিয়ার ছেলে মেহেদী হাসান (২৮)।

 

জানা গেছে, মুহুরীপাড়া আমগাছতলা তিন রাস্তার মোড়ে ২টি মোটর সাইকেল রোহিঙ্গা ক্যাম্প হতে উখিয়া বাজারের দিকে আসার সময় উল্টো দিক  দ্রুতগতির ১টি অজ্ঞাত নাম্বারযুক্ত ডাম্পার ট্রাক মোটর সাইকেল দুটিকে ধাক্কা দেয়।

 

এ সময় উখিয়া টেকনিক্যাল কলেজ রোড এলাকায় অবস্থানরত সোহেল রানা, মামুন, দিদার, মেহেদী হাসান গুরতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত দিদার ও মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

 

শাহপুরী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ডাম্পার চালক ঘটনার পরপরই গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তার কোন পরিচয় জানা যায়নি। মামলা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার,অপহৃত উদ্ধার!

         কক্সবাজারের টেকনাফের লম্বরী এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ...

উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ!

          কক্সবাজারের উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।পরে ভুক্তভোগী শিক্ষার্থী ...

কক্সবাজারে ফুটবলের নতুন দিগন্ত ফিফার অর্থায়নে নির্মিত হচ্ছে  বাফুফে টেকনিক্যাল সেন্টার

          বিশ্ব ফুটবলের মানচিত্রে কক্সবাজারকে উজ্জ্বল করতে এগিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার অর্থায়নে ...