ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪ ১১:০৭ এএম

সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না। তবে ফোনের সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে স্প্যাম কল এবং মেসেজ।

দেখা যায় খুব জরুরি কোনো মিটিংয়ে আছেন বা কোনো কাজে এমন সময় কল এলো, তাড়াহুড়া করে রিসিভ করলেন কিন্তু দেখলেন স্প্যাম কল। তখন বিরক্তির সীমা থাকে না। এসব বিরক্তিকর স্প্যাম কল ও মেসেজ আসা বন্ধ করতে পারবেন ফোন থেকেই।

 

>> অ্যাপের মাধ্যমে স্প্যাম কল ব্লক করা। প্রথম এবং সর্বাধিক ব্যবহৃত উপায়গুলোর মধ্যে এটি একটি। যার সাহায্যে লাখ লাখ মানুষ অ্যাপ্লিকেশন এবং মোবাইল নেটওয়ার্ক ক্যারিয়ার পরিষেবাগুলো থেকে কলগুলোকে ব্লক করে স্প্যাম কল থেকে নিজেকে বাঁচাচ্ছেন। স্প্যাম কল ব্লক করার জন্য কিছু সেরা অ্যাপ্লিকেশন হলো ট্রুকলার। এর সাহায্যে সহজেই স্প্যাম কলগুলো ব্লক করা যেতে পারে।

>> স্প্যাম কল ম্যানুয়ালি ব্লক করা। কেউ যদি স্প্যাম কলগুলো ব্লক করতে কোনো অতিরিক্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে না চান, তাহলে ম্যানুয়ালি স্প্যাম কল ব্লক করতে পারবেন। এজন্য প্রথম ধাপে, নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ডায়ালার খুলতে হবে এবং যে নম্বর থেকে স্প্যাম কল আসে, সেটিতে ক্লিক করতে হবে। ব্লক করার জন্য অ্যাড টু ব্ল্যাকলিস্ট নামের একটি বিকল্প পাওয়া যাবে, সেটিতে ক্লিক করতে হবে। এরপর নিশ্চিতকরণের জন্য ক্লিক করতে হবে, ওকে।

 

>> এছাড়া মেটার মালিকানাধীন সাইট হোয়াটসঅ্যাপ স্প্যাম কল থেকে মুক্তির উপায় এনেছে। ব্যবহারকারীদের জন্য সাইটটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। ফিচারে স্প্যাম এবং অবাঞ্ছিত কলটি ফোনে ‘সাইলেন্স’ মোডে ঢুকবে। আপনি সেই কলটি পরে নোটিফিকেশনে দেখতে পাবেন। ফিচারটির নাম রাখা হয়েছে ‘সাইলেন্স আননোন কলারস’।

 

পাঠকের মতামত

উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ!

          কক্সবাজারের উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।পরে ভুক্তভোগী শিক্ষার্থী ...

রাতে ৩ ঘণ্টা বিঘ্নিত হবে দেশের ইন্টারনেট সেবা

         বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) কক্সবাজারের সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের চেন্নাই এবং সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ করা ...

ঘুমধুম সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গার অনুপ্রবেশ, পরে পুশব্যাক

         বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আসছে রোহিঙ্গা। এসব পাচার কাজে জড়িত কতিপয় ব্যক্তি।স্হানীয়রা বলছেন পাচারকারীরা ...

দৈনিক সকালের কক্সবাজার’র সেরা অনুসন্ধানী প্রতিবেদক ফেরদৌস

         কক্সবাজারের স্থানীয় দৈনিক ‘সকালের কক্সবাজার’ এর সেরা অনুসন্ধানী প্রতিবেদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফেরদৌস। শুক্রবার (২৯ ...

টেকনাফে বিজিবির অভিযানে ১০হাজার ইয়াবা জব্দ, আটক-২

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে দমদমিয়া অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারী ...

কক্সবাজার হাসপাতালকে ৫শ শয্যায় উন্নীতকরণের দাবি 

         কক্সবাজার জেলা হাসপাতালকে ৫শ শয্যায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন হেলপ ইয়ুথ ক্লাব ও কক্সবাজার ডেভেলপমেন্ট ফোরাম। ...