পলাশ বড়ুয়া॥
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪ ১২:৩৫ এএম , আপডেট: ডিসেম্বর ১, ২০২৪ ৯:২৬ এএম

হাজারো মানুষের উপস্থিতিতে উখিয়া উপজেলার কুতুপালং গ্রামে কৃতি শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষক, ডাক্তারসহ সমাজে বিশেষ অবদান রাখায় ১২টি সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুতুপালং বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে নবোদয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এবার ২০২৪ সালে এসএসসি ও এইচএসসি কৃতকার্য ২৯৪ জন শিক্ষার্থী, সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ও স্থানীয় পর্যায়ের ১১টি সংগঠন এবং ডাক্তার, অবসরপ্রাপ্ত শিক্ষকসহ ১১জন গুণীকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এমনটি জানিয়েছেন, কুতুপালং বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা হিরন বড়ুয়া রকি।

মধু বড়ুয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি এস. ধর্মপাল মহাথেরো। আর্শিবাদক ছিলেন কুতুপালং নবোদয় বিহারের অধ্যক্ষ জ্যোতি লংকার মহাথের। প্রধান আলোচক রাঙামাটি রাজবন বিহারের আবাসিক মেত্তাবংশ মহাথের এবং মুখ্য আলোচক উখিয়া ভিক্ষু সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক জ্যোতিপ্রিয় থের প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও অতিথিদের মধ্যে ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ব্যবসায়ী কমল বড়ুয়া, কোরিয়া প্রবাসী রুপন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সে কথা বলার অপেক্ষা রাখে না। অনুরূপ ভাবে যে দেশে গুণীজনদের সম্মান করে না, সে দেশে গুণী জন্মায় না। তাই আমরা আশা করছি আগামীতেও গুণীজনদের সম্মানিত করার এই ধারা অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

টেকনাফে ভূমিদস্যুর হামলায় পুলিশ,বনবিভাগের কর্মকর্তা ও সংবাদিকসহ আহত-৮

         কক্সবাজারের টেকনাফে উত্তেজিত ভূমিদস্যুদের হামলায় পুলিশ কর্মকর্তা ও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা এবং সংবাদকর্মীসহ ৮ জন ...

উখিয়ায় কলেজছাত্রীর লাশ উদ্ধার!

         কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে আনিকা সুলতানা লিপি (১৮) নামের এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ...

টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার,অপহৃত উদ্ধার!

         কক্সবাজারের টেকনাফের লম্বরী এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ...

উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ!

          কক্সবাজারের উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।পরে ভুক্তভোগী শিক্ষার্থী ...