টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার,অপহৃত উদ্ধার!
কক্সবাজারের টেকনাফের লম্বরী এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ...
কক্সবাজারের টেকনাফের সাগরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে হেলাল উদ্দিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেন নৌকার মালিক এনাম উল্লাহ।
তিনি বলেন, আজ শনিবার দুপুর ১২ টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকায় অবস্থান করে হেলাল উদ্দিন মাছ ধরছিলো,মাছ ধরার একপর্যায়ে সাগরের বড় ঢেউয়ের আঘাতে নৌকা থেকে সে পড়ে নিখোঁজ হয়।পরে তাকে স্থানীয় অন্যান্য জেলেরা উদ্ধারের চেষ্টা চালিয়েও এখনো তার হদিস পাওয়া যায়নি।
এ বিষয়ে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল মান্নান বলেন,সাগরে মাছ ধরতে গিয়ে হেলাল উদ্দিন নামে এক জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। এবং নিখোঁজ জেলেকে উদ্ধারের বিষয়ে কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি জানায়।
পাঠকের মতামত