টেকনাফে ভূমিদস্যুর হামলায় পুলিশ,বনবিভাগের কর্মকর্তা ও সংবাদিকসহ আহত-৮
কক্সবাজারের টেকনাফে উত্তেজিত ভূমিদস্যুদের হামলায় পুলিশ কর্মকর্তা ও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা এবং সংবাদকর্মীসহ ৮ জন ...
আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে পানের বরজ পানি দিতে গিয়ে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।মৃত নুরুল আলম ওই এলাকার লাল মিয়ার ছেলে।
ওসি গিয়াস উদ্দিন বলেন, ভোরে লাল মিয়া মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ির পেছনে পানের বরজে পানি দিতে যান। এ সময় বাড়ির বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে শক লেগে ছিটকে পড়েন তিনি।
পরিবারের লোকজন নুরুল আলমকে উদ্ধার করেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।
পাঠকের মতামত