উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর জামতলিতে জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে বসতভিটায় হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় ইতিমধ্যে বাদী হয়ে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত কবির আহমদের ছেলে মির আহমদ (৬০)। শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বিবাদীর বসতভিটার পার্শ্ববর্তী রাস্তায় এ ঘটনা সংঘটিত হয়।
অভিযোগপত্র থেকে জানা গেছে, দখলচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে বিবাদী করা হয়েছে। তারা হলেন, একই এলাকার মৃত মোহাম্মদ ইসলামের ছেলে নুরুল বশর (৫৪), ওসমান গণি (৩৫); নুরুল বশরের স্ত্রী জুহুরা খাতুন (৪৫) ও ছেলে নুরুল ইসলাম বাপ্পি (২৫)।
অভিযোগ সূত্রমতে, বাদী তার জমিতে দু-তলা বাড়ি নির্মাণ করে বিগত ২৩ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল। রোহিঙ্গা আসার পর এলাকায় জমির মূল্য বেড়ে যাওয়ায় সম্প্রতি বিবাদীরা লোভে পড়ে প্রভাব বিস্তার করে চৌহদ্দিভুক্ত জমি থেকে একাংশ জোরপূর্বক জবর দখলের পায়তারা চালাচ্ছে। বাদীর পরিবারকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার বাদীর বসতভিটার পার্শ্ববর্তী রাস্তায় দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতভিটার ঘেরা-টেংরা উপড়ে ফেলে ও ভাঙচুর করে অন্তত ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে সন্ত্রাসীরা। নিষেধ করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এলোপাথাড়ি হামলা চালায়। পরে জাতীয় হেল্প লাইন ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে পুলিশের একটি দল আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলকারীরা কৌশলে পালিয়ে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেবে পুলিশ।
পাঠকের মতামত