বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪ ৩:৩০ পিএম

কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতারসহ কয়েক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন কনস্টেবল মো. সুমন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম ও এএসআই মো. শামীম।

 

গতকাল কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ‘নির্যাতিতা’ কলেজছাত্রী মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছে।

 

 মামলার এজাহারে উল্লেখ রয়েছে, কনস্টেবল মো. সুমনের (বর্তমানে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল ওই নারীর। এ সুবাদে বিয়ের কাবিনের কথা বলে ৭ জুলাই বেলা ২টার দিকে ওই ছাত্রীকে রামুর খুনিয়াপালং চেকপোস্ট-সংলগ্ন কক্ষে নিয়ে যায় সুমন। নিকাহ রেজিস্ট্রার আসার অপেক্ষার অজুহাতে তাকে কক্ষে বসিয়ে রাখেন সুমন। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়। এরপর চেকপোস্টের পাশের একটি দোকানে বসিয়ে রেখে জরুরি কাজের বাহানায় পালিয়ে যায় কনস্টেবল সুমন। ঘটনাটি রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপারকে ফোনে জানান ওই ভুক্তভোগী কলেজছাত্রী। তার পরামর্শে উখিয়া থানায় গেলে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালমন্দ করে তার মোবাইল ফোন কেড়ে নেন ওসি মর্জিনা আকতার। পরে অভিযুক্ত ওসিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় তাকে থানার একটি কক্ষে আটকে রেখে ব্যাপক মারধর ও নির্যাতন চালানো হয়। এমনকি পায়ে রশি ও হিজাব দিয়ে চোখ বেঁধে একটি কক্ষে আটকিয়ে রাখারও অভিযোগ এনেছেন ভুক্তভোগী। মামলার আরজির সঙ্গে নির্যাতনের কিছু ছবিও যোগ করেন তিনি।

 

 মামলার বিষয়টি নিশ্চিত করে ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একরামুল হুদা জানান, নির্যাতিতা কক্সবাজারের একটি বেসরকারি কলেজের ছাত্রী। ©ukhiyanews

পাঠকের মতামত

উখিয়ায় বয়ানুল কুরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

           কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের গোরামিয়ার গ্যারেজ এলাকায় অবস্থিত বয়ানুল কুরআন মাদ্রাসার অভিভাবক, পরামর্শ ...

কুতুবদিয়ায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু

         কক্সবাজারের কুতুবদিয়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস (ইজিপিপি প্লাস) কাজ শুরু হয়েছে। ...

চকরিয়ায় ডাম্পার গাড়ির চাপায় প্রাণ হারালো বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান,আহত-২

         চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) চাপায় বায়োফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ বোরহান উদ্দিন ...