ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪ ৫:৪৬ পিএম , আপডেট: নভেম্বর ২৪, ২০২৪ ৫:৫১ পিএম

 

নিজস্ব প্রতিবেদক।

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয় ও  ২ শিশু এখনো নিখোঁজ রয়েছেন।নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরি টিমের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। মৃত শিশু হলো, টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে নুর কামাল ( ১২)এবং নিখোঁজ শিশুরা একই গ্রামের কোরবান আলীর ছেলে ইমরান হোসেন (১২)।,মো. নজিরের ছেলে নজরুল হক (১২) ।তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়া আসরাফিয়া দারুণ নাজাত মাদ্রারাসার ছাত্র।আজ রবিবার  (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া নৌ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ শিশু ইমরান হোসেনের পিতা কোরবান আলী।

কোরবান আলী বলেন, আজ দুপুরে আমার ছেলে সহ আরো দুইজন শিশু ও মাদ্রাসার শিক্ষক সহ টেকনাফ সমুদ্র সৈকত মহেশখালী পাড়া নৌঘাটে গোসল করতে গেলে তারা ৩ জনেই সাগরের ঢেউের সঙ্গে পানির নিচে তলিয়ে পড়ে। পরে খোঁজাখোজি করে নুর কামালকে উদ্ধার করা গেলেও বাকি দুইজন ইমরান হোসেন ও নজরুল ইসলামকে এখনো পাওয়া যায়নি।ঘটনাস্থল থেকে উদ্ধারের পরে নুর কামালকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  মুকুল কুমার বলেন, আজ দুপুর ১২ টার দিকে টেকনাফ মহেশখালী পাড়া নৌ ঘাট সাগরে ৩ শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নামে। এদের মধ্যে নুর কামাল নামে এক শিশু মারা যায়, বাকি দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে  উদ্ধার তৎপরতা করছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সমুদ্র সৈকতে  গোসল করতে নেমে ৩ শিশু নিখোঁজ হয়। পরে এক শিশুকে উদ্ধার করা গেলেও বাকি আরো দুজন নিখোঁজ রয়েছে,তাদের উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরি টিমের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। উদ্ধার শিশুটি মারা গেছে।

পাঠকের মতামত

  • উখিয়ায় বয়ানুল কুরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • বেনাপোল থেকে চুরি হওয়া কাভার্ডভ্যান মংলা বন্দর থেকে উদ্ধার
  • বেনাপোলে রোগীর স্বজনের নিকট চাঁদা আদায়ের মামলায় গ্রেপ্তার-২
  • তিন দিন ধরে বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
  • কুতুবদিয়ায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু
  • নভেম্বরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৯০০ কোটি টাকা
  • টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে ১ শিশুর মৃত্যু,নিখোঁজ ২
  • উখিয়ার সীমান্ত থেকে দুইটি পিস্তল-১০ রাউন্ড গুলি সহ আটক -১
  • চকরিয়ায় ডাম্পার গাড়ির চাপায় প্রাণ হারালো বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান,আহত-২
  • লামায় পুকুর সংস্কার কাজে ইউএনও নিজে ঠিকাদার!
  • উখিয়ায় বয়ানুল কুরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

               কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের গোরামিয়ার গ্যারেজ এলাকায় অবস্থিত বয়ানুল কুরআন মাদ্রাসার অভিভাবক, পরামর্শ ...

    নেই সমঝোতা, ভোগান্তিতে পাসপোর্টযাত্রীরা তিন দিন ধরে বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

             তিনদিনেও কোন সমঝোতা না হওয়ায় বেনাপোল থেকে ঢাকাসহ দুরপাল্লার সকল পরিবহন চলাচল বন্ধ রয়েছে। গত ...

    কুতুবদিয়ায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু

             কক্সবাজারের কুতুবদিয়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস (ইজিপিপি প্লাস) কাজ শুরু হয়েছে। ...

    চকরিয়ায় ডাম্পার গাড়ির চাপায় প্রাণ হারালো বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান,আহত-২

             চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) চাপায় বায়োফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ বোরহান উদ্দিন ...