নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারে নারী উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবৃদ্ধি ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।দু’দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং-কে কাজে লাগানোর বিকল্প নেই। এ ছাড়া প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে ই-কমার্সের ট্রান্স ইস্যু, এক্সেস এবং ফেসবুক কমার্সের গুরুত্ব তুলে ধরেন জেলা প্রশাসক। যা এই প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা জানতে পারবে বলে তিনি জানান।অতিরিক্ত জেলা প্রশাসক মো ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস, কম-ইঞ্জিনের পরিচালক এবং সাবেক মেটা (বিজ্ঞাপন) এর কান্ট্রি প্রধান মুনাফ মুজিব চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মো: মাহবুবর রহমান এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জি এম আশেক উল্লাহ,উইমেন চেম্বার এন্ড কমার্সের সভাপতি জাহানারা ইসলাম, সুইস কনটাক্ট বাংলাদেশের সিনিয়র এডভাইজার রোকন উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।জেলা পরিষদ এবং কউক সম্মেলন কক্ষের দুটি ভেন্যুতে বিজনেস ম্যানেজমেন্ট, ইন্টেরিয়র ডেকোরেশন, বিউটিফিকেশন, ক্যাটারিং,ফ্যাশন ডিজাইনারসহ বিভিন্ন ট্রেডের ২৬০জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছে।কর্মশালায় নারী উদ্যোক্তারা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে স্বল্প ব্যয়ে মার্কেটিং করতে পারেন তার কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি এতে মার্কেটিংয়ের ক্ষেত্রে কী কী বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন সে বিষয়েও প্রশিক্ষণ দেয়া হবে বলে জানানো হয়।
পাঠকের মতামত