মুকুল কান্তি দাশ,চকরিয়া
চকরিয়ার স্বনামধণ্য তবলার প্রতিষ্টান “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টা বার্ষিকী ও “গুরুকুল” নামের বইয়ের মোড়ক উন্মেচন উপলক্ষে এক আলোচনাসবা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে চিরিংগা হিন্দুপাড়াস্থ লহড়া তবলা একাডেমির কার্যালয়ে এই অনুষ্টান অনুষ্টিত হয়।লহড়া তবলা একাডেমির অধ্যক্ষ রাজু চক্রবর্তীর সভাপতিত্বে এবং শিক্ষক রুপেশ দে’র সঞ্চালনায় অনুষ্টিত আলোচনায় সভা প্রধান অতিথি ছিলেন- সংগীত শিল্পী প্রত্যয় বড়–য়া (অভি)। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তবলা শিক্ষক প্রিতম আচার্য্য, প্রাণেশ ভট্টচার্য্য, প্রদীপ কান্তি দাশ, সংগীত শিক্ষক ফারুক হোসেন, সাংবাদিক মুকুল কান্তি দাশ, শিক্ষক মিটু কান্তি দেব, তবলার শিক্ষক রুপ্লব গুপ্তদাশ (ইমু), শিল্পী লিমন চক্রবর্তী, সুজন ধরসহ প্রমুখ।
আলোচনার পরে তবলার শিক্ষক রুপ্লব দাশগুপ্ত (ইমুর) সম্পাদনায় ও শিক্ষক রাজু চক্রবর্তীর প্রকাশনায় “গুরুকুল ” নামের এক তবলার বইয়ে মোড়ক উন্মেচন করা হয়। সবশেষে “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।###
পাঠকের মতামত