আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বসত বাড়ির শয়নকক্ষে খাটের নিচ থেকে ১১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব-১৫ সদস্যরা।বুধবার (২০ নভেম্বর) বিকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকা থেকে এসব মদের বোতল উদ্ধার করা হয়।কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া)
দেবজিত পাল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার বিকালে উপজেলার মিঠাপানিরছড়া এলাকার একটি বসত-বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ওই সময় বসতবাড়ির সামনে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে ছৈয়দ করিমসহ অজ্ঞাত ২/৩ জন মাদক কারবারী ঘরের পিছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক মাদক কারবারীর বসতঘর ও ঘরের আশপাশ এলাকা তল্লাশী করে শয়নকক্ষের খাটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১১৫ বোতল বিদেশী মদ (১০০টি বোতলের লেভেলের গায়ে MANSHAL RUM, 40% ALC এবং ১৫টি বোতলের লেভেলের গায়ে GRAND ROYAL BLACK., WHISKY MEZCLADO, WHISKY EN MYANMAR 40% ALC লেখা আছে) উদ্ধার করা হয়।স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাবের এই কর্মকর্তা আরও জানান, ওই বাড়ীটি পলাতক মাদক কারবারী ছৈয়দ করিমের। সে বসত-বাড়িতে মাদকদ্রব্য মজুদ করে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।উদ্ধারকৃত মদ ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত