সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টেকনাফ উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার আহবায়ক রিফাত মোহাম্মদ জকরিয়া ও যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন শাহীনের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টেকনাফ উপজেলা যুবদল।১৯ নভেম্বর গণমাধ্যমে টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম ও সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবদল নেতৃবৃন্দ জানান, মাদক কারবারি ২ গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় পূর্ব শত্রুতা ও দলীয় প্রতিপক্ষ হওয়ায় যুবদল নেতৃবৃন্দের বাড়িতে হামলা, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, মূলত মাদক কারবার নিয়ে সংঘর্ষ হলেও দলীয় প্রতিপক্ষ হওয়ায় যুবদল নেতৃবৃন্দের বাড়িতে হামলা, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং তাদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর যে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা টেকনাফ উপজেলা যুবদল নেতৃবৃন্দ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি।
বিবৃত দাতারা হলেন, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, সিঃ যুগ্ম আহবায়ক জলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক যথাক্রমে মোক্তার হোসেন বাপ্পি, গিয়াস উদ্দিন, নুরুল হুদা, মোঃ রফিক, মোঃ সেলিম সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।উল্লেখ্য যে, গত ১৭ নভেম্বর রাত দশটার দিকে মাদক কারবারি ২ গ্রুপের মধ্যে মাদক কারবারে বিষয়ে কথা কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে গুলি ও ছুরিকাঘাতে এক ব্যাক্তি নিহহত ও অপর এক ব্যাক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
পাঠকের মতামত