টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া অস্থায়ী হাট বাজারে চাঁদা না পেয়ে জোরপূর্বক খাজনা আদায়ের অভিযোগ উঠেছে প্রভাবশালী একদল মাদককারবারিদের বিরুদ্ধে। গত সোমবার
জাদিমুড়া বাজারে এ ঘটনা ঘটে।
এ নিয়ে জাদিমুড়া হাট বাজারের প্রকৃত ইজারাদার মো. আব্দুল্লাহ বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার এজাহারে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া হাটবাজার ১ বছরের জন্য ইজারা পান হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আব্দুল কাদেরের ছেলে মো. আব্দুল্লাহ। এরপর ইজারা উত্তোলনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ইজারা আদায় করতে গেলে স্থানীয় জাদিমুড়া এলাকার আব্দুল মোনাফের ছেলে উসমান গণি গং পেশীশক্তির জোরে বাঁধা প্রদান করে এবং ১ লক্ষ চাঁদা দাবি করে। অন্যথায় ইজারা উত্তোলন করা যাবেনা বলে হুমকি দেয়। উদ্ভুত পরিস্থিতি সমাধানকল্পে ইজারাদার মো. আব্দুল্লাহ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি অভিযুক্তদের সতর্ক করেন এবং অভিযুক্তরা ইজারা আদায়ে বাঁধা দিবেনা বলে অঙ্গীকার করেন।
কিন্তু গত ১৮ নভেম্বর (সোমবার) বিকাল ৪টার দিকে জাদিমুড়া হাটবাজারের শেডে উসমানের নেতৃত্বে তার লোকজন জোরপূর্বক হাটের খাজনা আদায় করেন। ইজারাদার আব্দুল্লাহর লোকজনকে ভয়ভীতি দেখিয়ে হাট থেকে বের করে দেয় তারা। খবর পেয়ে আব্দুল্লাহ ঘটনাস্থলে ছুটে গেলে উসমান গং তার উপর ছড়াও হয়ে আক্রমণ শুরু করে। তাৎক্ষণিক টহলরত পুলিশ ঘটনাস্থল থেকে উসমানকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
এবিষয়ে ইজারাদার মো. আব্দুল্লাহ বলেন, উসমান গণি একজন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য। সম্পূর্ণ বে-আইনিভাবে সে ইজারা আদায়ে বাঁধা সৃষ্টি করছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
উল্লেখ্য, খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত উসমান গণির বিরুদ্ধে ইতোপূর্বে টেকনাফ মডেল থানায় অস্ত্র ও মাদকের ৪টি মামলা রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উসমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা এবং অবৈধভাবে রোহিঙ্গাদের কাছ থেকে টাকা আদায় ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে কক্সবাজার আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠান।
পাঠকের মতামত