ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চেয়ারম্যান ও সচিবকে সদস্য করে ১০ সদস্য বিশিষ্ট বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি বোর্ড পুন: গঠন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এ এইচ এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে প্রকাশ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ এর ৫নং ধারা অনুযায়ী নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মেয়াদ থাকবে ১৬ নভেম্বর ২০২৭ সাল পর্যন্ত।
এবার ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান হলেন ঢাকা মোহাম্মদপুরের ভবেশ চাকমা।
ট্রাস্টি হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, মেজর (অব:) ডা: অজয় প্রকাশ চাকমা, চট্টগ্রামের মং হলা চিং, চট্টগ্রাম নন্দনকাননের অধ্যাপিকা ববি বড়ুয়া, ঢাকা মিরপুরের রাজীব কান্তি বড়ুয়া, ঢাকা উত্তরার সুশীল চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম চন্দনাইশের রুবেল বড়ুয়া।
উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাংলাদেশী বৌদ্ধদের ধর্মীয় উন্নয়নকল্পে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ১৯৮৪ সালে গঠিত একটি স্থায়ী প্রকল্প। এর উদ্দেশ্য বৌদ্ধদের ধর্ম পালন ও উপাসনালয় সমূহ রক্ষণাবেক্ষণে সহায়তা করা।
পাঠকের মতামত