ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪ ১২:২৫ পিএম , আপডেট: নভেম্বর ১৯, ২০২৪ ১২:৪৪ পিএম

 

অসীম বিকাশ বড়ুয়া, চট্টগ্রাম থেকে

ফটিকছড়ির ১৮ নং ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর ফরাঙ্গীরখীল গৌতম মুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গনে গত বুধবার (১৩ নভেম্বর ) বান্দরবান আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান অধ্যক্ষ ডঃ এফ দীপংকর মহাথের ভিক্ষু হত্যাকাণ্ডের যথাযথ বিচারসহ নতুন সরকার ও প্রশাসনের নিকট হত্যাকারীদের দ্রুত গ্রেফতার কামনা করে থাইল্যান্ড থেকে ভদন্ত মহিপাল ভিক্ষুর মাধ্যমে রাজকীয় পেটিকা বাংলাদেশে নিয়ে এসে রাজকীয়ভাবে মহাসমারোহে পেটিকাবদ্ধ অনুষ্ঠান ও হাজারো পুণ্যার্থীর আগমনে সর্ববৃহৎ দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।

মহামতি গৌতম বুদ্ধের শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হ‌ওয়ার আহ্বান জানিয়ে জগতের সকল ধর্মের সকল সম্প্রদায়সহ সকল প্রাণীর মঙ্গল কামনা করে ডঃ এফ দীপংকর ভিক্ষুর জম্মগ্রাম ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুর ফরাঙ্গীরখীল গ্রামে এদিন সকাল থেকে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো গ্রাম।

এদিন ভোর ছয়টায় বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে সকাল ৯ ঘটিকায় বিগত ৪ মাস আগে ১৩ জুলাই শনিবার বান্দরবানে সন্ত্রাসীরা নাটক সাজিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা ডঃ এফ দীপংকর ভিক্ষুর মরদেহ ভান্তের নিজগ্রামে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে পেটিকাবদ্ধ করা হয়।

এসময় ৪ পর্বের অনুষ্ঠান মালায় সকাল ১০ ঘটিকায় অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত সুমনতিষ্য মহাস্থবিরের সভাপতিত্বে অষ্ঠপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শতাধিক ভিক্ষু সংঘের উপস্থিতিতে উপস্থিত ছিলেন ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবির,সাধনানন্দ মহাস্থবির,বিপুলাবংশ থেরো,শান্তরক্ষিত মহাস্থবির,জি.নিরোধানন্দ ভিক্ষু এবং প্রয়াত ডঃ এফ দীপংকর মহাথের (গুরুভান্তের) অন্তেবাসী শিষ্যমন্ডলী।

পঞ্চশীল প্রার্থনা, ভিক্ষু সংঘের পিন্ডদান ও অতিথি আপ্যায়নের পর ৩য় পর্বের অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব শুরু হয়। ভিক্ষু সংঘের আসন গ্রহণ, মঙ্গলাচরন পাঠ ও ইপা বড়ুয়া,তিষা বড়ুয়া, বৃষ্টি বড়ুয়া,জয়া বড়ুয়া ও অর্পিতা বড়ুয়ার উদ্বোধনী সংগীতের মাধ্যমে কঠিন চীবর দান উদ্বোধন করেন ফরাঙ্গীরখীল গৌতম মুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বুদ্ধানন্দ ভিক্ষু।বাবু রতন বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনা ও অধ্যাপক মানিক বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাষ্টার দুলাল কান্তি বড়ুয়া,লায়ন নিপু বড়ুয়া, উদযাপন পরিষদের সভাপতি আনন্দ বড়ুয়া ও সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া।

 

অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে এতে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই -সীতাকুন্ড ভিক্ষু সমিতির সভাপতি বিশ্ব নাগরিক ডঃ ধর্মীকীর্তি মহাস্থবির। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এল ধর্মরত্ন থেরো,বিজয়ানন্দ ভিক্ষু,জ্যোতিশাক্য স্হবির, শান্তি জ্যোতি থেরো,বিনয়শ্রী ভিক্ষু, বোধিজ্ঞান ভিক্ষু,দীপবংশ স্হবির,সুমনালংকার ভিক্ষু, উত্তমানন্দ ভিক্ষু, মৈত্রীপাল ভিক্ষু,অভয়ানন্দ ভিক্ষু, আদিপ্রিয় ভিক্ষু প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ এফ দীপংকর মহাথের ভিক্ষুর বড় ভাই মহাকাশ্যপ ভিক্ষু,মাতা পুঁটি রানী বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া,সাধন বড়ুয়া,
শুভংকর বড়ুয়া, শাক্যপদ বড়ুয়া,বাচ্চু বড়ুয়া,স্বপন বড়ুয়া, চৌধুরী জিসু বড়ুয়া,সাগর বড়ুয়া, বিকাশ বড়ুয়া,বাদল বড়ুয়া,রিপন বড়ুয়া, সৌরভ বড়ুয়া,আশিক বড়ুয়া তীর্থ,সজীব বড়ুয়া, শিপলু, বিজয়, ইমন, প্রণয়, টনি, প্রান্ত,শ্রীমান,রিমন,রনি, অনিক ও পাপ্পু বড়ুয়া।

এ সময় বান্দরবানের ফারুয়া থেকে আগত পার্বত্য অঞ্চলের অনেক পুণ্যার্থীসহ গুরুভান্তের ভক্তবৃন্দ ও অষ্টগ্রামের উপাসক উপাসিকাসহ দূরদূরান্ত থেকে আগত মানুষের ঢল নামে এই অনুষ্ঠানে এফ. দীপংকর ভিক্ষুকে এক নজর দেখার জন্য।

 

প্রধান ধর্মদেশক ডঃ ধর্মকীর্তি ভিক্ষু বলেন, প্রায়ই পাঁচ মাস কোন মেডিসিন ছাড়া পূতপবিত্র এফ. দীপংকর ভিক্ষুকে সংরক্ষণ করলেও শরীর এখনও জল জল করে জ্বলছে এবং শরীরে চিকচিক আভা ফুটে উঠেছে এটা হলো শীলবান ভিক্ষুর লক্ষণ।

 

তিনি আরো বলেন ঐতিহাসিক এই পেটিকাবদ্ধ অনুষ্ঠান,এই কঠিন চীবর দান এবং দীপংকর ভিক্ষুর ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে এবং ইতিহাস থেকে কখনো মুছবে না। ভিক্ষু হত্যাকাণ্ডের বিচার হয়নি বলে সরকার পতন হয়েছে, প্রশাসনের পতন হয়েছে এ নজির দৃশ্যমান। দেশের আদালতে দীপংকর ভিক্ষু হত্যার বিচার না হলেও ধর্মের আদালত হতে কেউ রক্ষা পাবে না। হত্যাকারীদের পতন শুরু হয়ে গেছে বলে তিনি বলেন,ভান্তের নামে ট্রাস্ট গঠন করে আগামীতে দেশ ও আন্তর্জাতিক ভাবে বিজ্ঞ ভিক্ষু ও দায়ক সংঘের সমন্বয়ে বৃহত্তর কমিটি গঠন করে ভান্তের শেষকৃত্য অনুষ্ঠান করলে তা প্রশংসনীয় হবে।

পরিশেষে সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় মুসলমান সম্প্রদায়সহ ফরা‌ঙ্গীরখীল বৌদ্ধ যুব পরিষদ ও সকল প্রবাসীদের সার্বিক সহযোগিতায় সুন্দর পরিবেশে কঠিন চীবর উৎসর্গের মাধ্যমে তৃতীয় পর্ব থেকে রাতে চতুর্থ পর্বে বিহারাধ্যক্ষ বুদ্ধানন্দ ভিক্ষুর আর্থিক তত্ত্বাবধানে এবং মিরসরাই মায়ানী জন্মজাত শৈলাস বড়ুয়া ও তাঁর দলের মনোরম বুদ্ধ কীর্তন পরিবেশনার মধ্য দিয়ে নতুন সরকারের প্রতি দীপংকর ভিক্ষু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রত্যাশা করে উদযাপন কমিটি অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন।

লেখক: অসীম বিকাশ বড়ুয়া, সাংবাদিক ও প্রাবন্ধিক
01815555649, [email protected]

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ সরকারের কাছে বিচার চেয়ে

  • উখিয়ার ৪ জেলেকে ৯ দিন হলো আরাকান আর্মি এখনো ছাড়েনি,পরিবারের আহাজারি
  • চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীকে নিয়ে পালংখালীবাসীর বিশাল আনন্দ মিছিল
  • মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ -ধর্ম উপদেষ্টা
  • মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে এক মাসের আল্টিমেটাম
  • চকরিয়ায় “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টাবার্ষিকী ও গুরুকুল বইয়ের মোড়ক উন্মেচন
  • কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়ার নুর!
  • সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে-জিওসি
  • রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • আমরা জাহেলিয়াত মুক্ত নতুন প্রজন্ম তৈরি করতে চাই- মঞ্জুরুল ইসলাম
  • সিন্ডিকেট ভাংতে পঞ্চগড়ে শুরু হয়েছে নায্যমুল্যের বাজার  
  • উখিয়ার ৪ জেলেকে ৯ দিন হলো আরাকান আর্মি এখনো ছাড়েনি,পরিবারের আহাজারি

             প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার ৪ জেলেকে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি নাফনদী থেকে আটকের ৯ দিন ...

    চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীকে নিয়ে পালংখালীবাসীর বিশাল আনন্দ মিছিল

               নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-আহ্বায়ক মনোনীত হওয়ায় উখিয়া ...

    মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে এক মাসের আল্টিমেটাম

               পঞ্চগড় প্রতিনিধি। দীর্ঘ কুড়ি বছর থেকে পঞ্চগড় শহরের উপকন্ঠে রাজনগড় নতুন বস্তি এলাকায় দশটি ...

    চকরিয়ায় “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টাবার্ষিকী ও গুরুকুল বইয়ের মোড়ক উন্মেচন

             মুকুল কান্তি দাশ,চকরিয়া চকরিয়ার স্বনামধণ্য তবলার প্রতিষ্টান “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টা বার্ষিকী ও “গুরুকুল” ...

    কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়ার নুর!

             নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া পরবর্তীতে কানাডায় বসবাসরত নুর বেগম নামের এক ...

    সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে-জিওসি

             প্রতিনিধি। রামু সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৯৭১ সালের ...

    রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

             স্টাফ রিপোর্টার, রামু কক্সবাজারের রামুতে আর্ন্তজাতিক দাতা সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর শিক্ষা প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ...