নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটক রাখা রোহিঙ্গা নারী-পুরুষ ও বাঙালি সহ ৩১ জনকে উদ্ধার করেছে র্যাব-১৫।তাদের মধ্যেই ২৭ জন রোহিঙ্গা ও ৪জন বাঙালি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।আটকরা হলেন- টেকনাফের হ্নীলা পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অছিউর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৪) ও সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২নম্বর ওয়ার্ড মৃত রফিকের ছেলে আতিকুর রহমান(৩২)।
রবিবার ( ১৭ নভেম্বর) রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকায় থেকে উদ্ধার করা হয়। বিষয়টি জানিয়েছেন হোয়াইক্যং র্যাব ক্যাম্প সিপিসি-২ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান।
তিনি বলেন,গোপন সংবাদে খবর ছিল টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকায় মানব পাচারকারী দলের সদস্যরা জোরপূর্বক রোহিঙ্গা নারী-পুরুষ, শিশু ও বাঙালিকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাহাড়ে আটক রেখেছেন। এমন তথ্য পেয়ে রবিবার রাতে হোয়াইক্যং ক্যাম্পের র্যাব সদস্যরা একটি বিশেষ অভিযান চালিয়ে ৩১ জন উদ্ধার করে। তার মধ্যে ২৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু এবং বাঙালি ৪ জন। এ সময় দু’জন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে এবং বাঙালিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এবং আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
পাঠকের মতামত