নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাধারন জনগণকে সম্পৃক্ত করেই এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করতে হবে।এ ছাড়া নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ, অবৈধ করাতকল সীলগালা করে দেয়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের আহবান জানান তিনি।জেলা প্রশাসক আরো বলেন, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং প্রোগ্রাম জোরদার করতে হবে পাশাপাশি শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীতার মত বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের উপরও গুরুত্বারোপ করেন তিনি।সভায় অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়ামিন হোসেন,পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ, জেলা শিক্ষা কর্মকর্তা মো: নাছিরউদ্দিনসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভায় মেরিন ড্রাইভসহ বিভিন্ন সড়ক আলোকিতকরণ,সড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ,বর্জ্য ব্যবস্থাপনা,জলাবদ্ধতা ও যানজট নিরসন,খাল কাটা কর্মসূচী বাস্তবায়নে কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পাঠকের মতামত