প্রকাশিত:
নভেম্বর ১৬, ২০২৪ ৪:৩৯ পিএম
, আপডেট:
নভেম্বর ১৬, ২০২৪ ৪:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক॥
বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের শিশু শিল্পী হিসেবে তালিকাভূক্তি হয়েছেন হিতৈষী বড়ুয়া রিতি। সে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্যরত্না গ্রামের বাসিন্দা প্রভাষক রনজিত বড়ুয়া ও শিক্ষিকা রনতী বড়ুয়ার মেয়ে এবং উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
১৪ নভেম্বর ২০২৪খ্রি: বাংলাদেশ বেতার কক্সবাজার এর স্মারক নং- ১৫.৫৩.১৫০০.১০২.৮৮.০০১.২৪.১৭৭২নং স্মারক নং মূূলে আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
একইদিন শিশু শিল্পী হিসেবে কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সনদ প্রদান করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো: ছালাহ উদ্দিন।
হিতৈষী’র এই সফলতার জন্য সে সকল শুভানুধ্যায়ীদের নিকট আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন।
পাঠকের মতামত