আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুর ঢালার মুখ এলাকায় পেয়ারা বাগান সংলগ্ন পাহাড়ি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে পাহাড়ি খালে গোসল করতে নেমে দুই শিশুর প্রাণহানি হয়। নিহত শিশুরা হচ্ছেন,উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ঢালার মুখ এলাকার বেলাল উদ্দিনের পুত্র মসিফাত (১১) এবং আনোয়ারুল ইসলামের পুত্র মো. ইব্রাহিম (৮)। তাদের বাড়ির ছাগল সাঁকো পার হয়ে অন্য পাড়ে চলে গেলে তারা খালে নেমে গোসল করে হঠাৎ একজন পানিতে ডুবতে দেখলে অপরজন ফুফাতো ভাই ডুবে যাওয়া ভাইকে উদ্ধার করতে নামে। কিন্তু সাঁতার না জানার কারণে উভয়ে খালের পানিতে ডুবে যায়। পরবর্তী চাকমা সম্প্রদায়ের দুয়েকজন লোক তাদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য বাহারছড়া স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, তারা খালে গোসল করতে নামলে হঠাৎ পানিতে ডুবে যেতে দেখলে অপর একজন টেনে তুললে গেলে তারা দুজনেই ডুবে মৃত্যু হয়। দুই শিশুকেই এশার নামাজের পর দাফন করা হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই দস্তগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত