বরকল (রাঙামাটি) প্রতিনিধি :: আজ ১২ নভেম্বর ২০২৪ ভোর আনুমানিক ৪ টা ৪৫ মিনিটে কাঠ চোরাকারবারীরা ঘন কুয়াশা ও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় কর্ণফুলি নদীতে বাঁশের চালি আকারে অবৈধ সেগুন কাঠ ভাসিয়ে নিয়ে যাওয়ার সময় থেগামুখ বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. জিলাস উদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।এ সময় টহলদল কর্তৃক ঘটনাস্থল হতে নদীতে ভাসমান অবস্থায় ১০৭৪ ঘনফুট সেগুন গোল কাঠ আটক করা হয়।যার আনুমানিক মূল্য ২১ লক্ষ ৮৮ হাজার ৫৩৭ টাকা। উদ্ধারকৃত অবৈধ কাঠ বন বিভাগে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি বলেন, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ কাঠ পাচার প্রতিরোধে আমাদের চোরাচালান বিরোধী কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশিত:
নভেম্বর ১২, ২০২৪ ৮:১৬ পিএম
, আপডেট:
নভেম্বর ১২, ২০২৪ ৮:১৭ পিএম
আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বসত বাড়ির শয়নকক্ষে খাটের নিচ থেকে ১১৫ ...
পাঠকের মতামত