ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪ ৬:২৭ পিএম

 

সংবাদ দাতা।

বান্দরবানের আলীকদমে কোটি টাকা সড়কের কাজ না করে পালিয়ে গেছেন মের্সাস রাজু কনস্ট্রাকশন স্বত্বাধিকারী ও আওয়ামীলীগ সমর্থিত ঠিকাদার রাজু বড়ুয়া। ফলে সড়কের ধীরগতিতে কাজ করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। তাছাড়া প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয়েও কাজ না করে খামখেয়ালী ভাবে ফেলে রাখার অভিযোগ আছে ঠিকাদার বিরুদ্ধে। যার কারণে স্থানীয় বাসিন্দাদের মাঝে দেখা দিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ। পালিয়ে যাওয়া ঠিকাদার পরিবর্তন করে নতুন ঠিকাদাদের নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরে দুর্যোগ কালীন পরবর্তি ও আম্পানের ক্ষতি কারণে পল্লী সড়ক উন্নয়ন আওতাধীন কোটি টাকা ব্যায়ে নির্মাণ প্রকল্প কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়ে ছিলেন আওয়ামীলীগের ঠিকাদার রাজু বড়ুয়া। এই প্রকল্পের আওতায় বরাদ্ধকৃত সড়কের কাজ শেষ হওয়ার কথা চলতি বছরে সেপ্টেম্বর মাসে। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও এখনো শেষ হয়নি সড়কের কাজ। শুরুতেই যেভাবে কাজ শুরু করেছিল দীর্ঘ মাস পার হলেও সেভাবে পড়ে আছে সড়ক। এক শতাংশও আগাইনি কাজের কোন গতি। এতে ওই সড়কের চলাচলকারীদের মাঝে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।স্থানীয়দের অভিযোগ, শুরুতেই কাজ চলমান থাকলেও পরবর্তীতে কাজ করে বন্ধ হয়ে যায়। এরপর মাসে পর মাস গেলেও গতি বাড়েনি কাজের মান। কাজে ধীর গতি ও ঠিকাদার পালিয়ে যাবার কারণে সড়কে চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। রিটার্নিং ওয়াল ও কালভার্ট শুরু করলেও সড়কের কাজ এখনো ধরেনি। বারবার সংশ্লিষ্টদের বলা হলেও পরবর্তীতে নেইনি কোন পদক্ষেপ। সরকার পতনের আগে আ.লীগ ঠিকাদার কাজ করলেও পরবর্তীতে পালিয়ে যাওয়াতেই এখন পুরো সড়ক বেহাল দশা। কাজের মান গতি বাড়াতে অনান্য ঠিকাদার নিয়োগের দাবি জানান স্থানীয় বসবাসকারীরা।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) তথ্যনুযায়ী, ২০২৩-২৪ অর্থ বছরে ঘূর্ণিঝড় আম্পান ও বন্যা ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূর্ণবাসন শীর্ষক প্রকল্পের অধীনের থানচি রোড হতে উওর পালং পাড়া পর্যন্ত ১ কিলো ২৭৭ মিটার কার্পেটিং সড়ক প্রকল্পের বরাদ্ধ দেয়া হয় ১ কোটি ৭১ লক্ষ টাকা। যা শেষ হওয়ার কথা ছিল গেল সেপ্টেম্বর মাসে। কিন্তু নির্দিষ্ট তারিখে শেষ হয়নি প্রকল্পের কাজ। বরংচ নানা আজুহাত দেখিয়ে আরো দুই মাস বাড়ানো হয়েছে কাজের মেয়াদ।

সরেজমিনে দেখা গেছে, আলীকদম থানচি সড়ক পানবাজার মুখ থেকে উত্তর পালং পাড়া পর্যন্ত সড়কের প্রায় ১ কিলো ২৭৭ মিটার সড়ক। ওই সড়কের কাজ করার জন্য পুরানো ইটগুলো কংক্রিট করে তুলে সড়কের পাশে স্তুুপ করে রাখা হয়েছে। ।সড়কের পাশে রিটার্নিং ওয়াল ও গার্ডার ব্রিকের কাজ শুরু হলেও সড়কের কাজ যেমন তেমন ভাবে এখনো পড়ে আছে সড়কের পাশে রিটার্নিং ওয়াল ও গার্ডার ব্রিজ কাজে শ্রমিক থাকলেও ধীর গতিতে কাজ চলছে। তবে ঠিকাদার পালিয়ে যাবার পর থেকে আর কোন ক্রমেই আগাইনি সড়কটি কাজ। ফলে সেই সড়কের দ্রুত সংস্কার চান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা কমল তঞ্চঙ্গ্যাঁ ও টমটম চালক করিম মোল্লা বলেন,এই সড়কে শুরু কাজ করলেও এখন বন্ধ হয়ে গেছে। সড়ক দিয়ে প্রতিদিন হাজার মানুষ চলাচল করে। এখন সড়কের কার্পেটিং তোলার পর আরো অবস্থা খারাপ। ঠিকাদার পালিয়ে গেছে বলে এই দুর্ভোগ দেখতে হচ্ছে। আমরা চাই নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সড়ক্টি দ্রুত কাজ করা হোক।

সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন,দীর্ঘ চার মাস ধরে কাজ বন্ধ আছে আর কাজ করলেও ধীরগতিতে চলছে। এতে স্থানীয় জনসাধারণ যারা চলাচল করছে সকলেই ভোগান্তি মধ্যে আছে। যে কাজ পাঁচদিনে শেষ হওয়ার কথা কাজ শেষ হচ্ছে ২০ দিনে। আমরা চাই ঠিকাদার পরিবর্তন করে দ্রুত কাজ শেষ করা হোক।

এ বিষয়ে ঠিকাদার মেসার্স রাজু কনস্ট্রাকশন স্বত্বাধিকারী ঠিকাদার রাজু বড়ুয়া সাথে একাধিক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ঠিকাদার পালিয়ে যাওয়াতেই সড়কের কাজটি বন্ধ হয়ে গেছে। আর ঠিকাদার দ্রুত কাজ শেষ করার জন্য আরো তিন মাস সময় চেয়ে আবেদন করেছি।

বান্দরবান এলজিইডি সহকারী প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন বলেন, যেহেতু বিভিন্ন সাইটে রোলার কাজে আছে তাই ধীরগতি হচ্ছে। রোলার দেয়ার পর কাজের গতি আগাবে বলে আশা করছি।

পাঠকের মতামত

  • উখিয়ার ৪ জেলেকে ৯ দিন হলো আরাকান আর্মি এখনো ছাড়েনি,পরিবারের আহাজারি
  • চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীকে নিয়ে পালংখালীবাসীর বিশাল আনন্দ মিছিল
  • মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ -ধর্ম উপদেষ্টা
  • মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে এক মাসের আল্টিমেটাম
  • চকরিয়ায় “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টাবার্ষিকী ও গুরুকুল বইয়ের মোড়ক উন্মেচন
  • কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়ার নুর!
  • সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে-জিওসি
  • রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • আমরা জাহেলিয়াত মুক্ত নতুন প্রজন্ম তৈরি করতে চাই- মঞ্জুরুল ইসলাম
  • সিন্ডিকেট ভাংতে পঞ্চগড়ে শুরু হয়েছে নায্যমুল্যের বাজার  
  • উখিয়ার ৪ জেলেকে ৯ দিন হলো আরাকান আর্মি এখনো ছাড়েনি,পরিবারের আহাজারি

             প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার ৪ জেলেকে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি নাফনদী থেকে আটকের ৯ দিন ...

    চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীকে নিয়ে পালংখালীবাসীর বিশাল আনন্দ মিছিল

               নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-আহ্বায়ক মনোনীত হওয়ায় উখিয়া ...

    মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে এক মাসের আল্টিমেটাম

               পঞ্চগড় প্রতিনিধি। দীর্ঘ কুড়ি বছর থেকে পঞ্চগড় শহরের উপকন্ঠে রাজনগড় নতুন বস্তি এলাকায় দশটি ...

    চকরিয়ায় “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টাবার্ষিকী ও গুরুকুল বইয়ের মোড়ক উন্মেচন

             মুকুল কান্তি দাশ,চকরিয়া চকরিয়ার স্বনামধণ্য তবলার প্রতিষ্টান “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টা বার্ষিকী ও “গুরুকুল” ...

    সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে-জিওসি

             প্রতিনিধি। রামু সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৯৭১ সালের ...

    রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

             স্টাফ রিপোর্টার, রামু কক্সবাজারের রামুতে আর্ন্তজাতিক দাতা সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর শিক্ষা প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ...

    আমরা জাহেলিয়াত মুক্ত নতুন প্রজন্ম তৈরি করতে চাই- মঞ্জুরুল ইসলাম

             ডেস্ক রিপোর্ট আজ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ইং তারিখ বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলার শিল্পকলা একাডেমির ...