প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে একদিন বা দুইদিন পর-পরেই দিনে রাতে থেমে থেমে মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাত থেকে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে।এতে করে এপারের সীমান্তে বসবাস কারী মানুষের মধ্যে আতঙ্কে বিরাজ করে।
গত রবিবার ১০ নভেম্বর রাত থেকে আজ সোমবার সকাল ১০ টা পর্যন্ত থেমে থেমে আবারও ব্যাপক হারে মর্টারশেল ও হেলিকপ্টার থেকে ছোঁড়া বোমার বিস্ফোরণের বিকট শব্দে এপারের টেকনাফ সীমান্তের বাড়ি-ঘর কাপছে।
স্থানীয়রা টেকনাফ ও শাহপরীর সীমান্তের বাসিন্দারা বলেন, আমাদের এলাকার অধিকাংশ মানুষ নাফনদী ও সাগরের মাছ ধরে জীবিকা নির্বাহ করে।একদিন মাছ ধরতে না পারলে সংসারের খরচ চালাতে কষ্ট হয়। এবং সীমান্তের বেরি বাঁধে অনেক মানুষের বসবাস রয়েছে। তারা সবাই মিয়ানমার রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের জেরে সেখানে বিস্ফোরণের বিকট শব্দে ঠিকমত ছোট বাচ্চা সহ রাতে ঠিকমত ঘুমাতে পারেনা। সব সময় ভয় ও আতঙ্কে থাকেন বলে তারা জানান।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, টেকনাফ- সাবরাং ও শাহপরীর দ্বীপের অধিকাংশ মানুষ নাফনদী ও সাগরের মাছ ধরে ঘর-সংসার চালায়। মিয়ানমারের চলমান সংঘাতের কারনে জেলে ও ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারের মালিকরা এক ধরণের আতঙ্কের মধ্যে থাকেন। অনেক সময় জেলেরা সাগরের মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তে থাকা আরাকান আর্মির হাতে আটক হয়।এরকম ঘটনাও ঘটে। এবং সম্প্রতি কয়েকবার বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছিল।পরে বিজিবির প্রচেষ্টায় তারা ফেরত আসতে পেরেছেন বাংলাদেশে।
পাঠকের মতামত