নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় সচল ওয়ান শুটার গান, এক রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি গ্রেনেড বোমা উদ্ধার করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ময়নাঘোনা এফডিএমএন ক্যাম্প-১৮ এর মেইন ব্লক-ডি, সাব ব্লক -কে/৬ এফডিএমএন সদস্য শুক্কুর এর বসত ঘরের সামনে থেকে এসব অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়।
৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় আরসা সন্ত্রাসী অবস্থানের খবরে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, পিপিএম তদারকিতে, ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল হক ভূইয়া নেতৃত্বে পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ আব্দুস সামাদ মোল্লা, এসআই (নিঃ) মোহাম্মদ আশিকুর রহমান এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
এ সময় আরসার সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১টি দেশীয় সচল ওয়ান শুটার গান, ১ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১টি গ্রেনেড বোমা ফেলে যায়।
এর আগেও শনিবার উখিয়া পালংখালী থেকে অভিযান চালিয়ে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে যৌথবাহিনী।
পাঠকের মতামত