ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪ ৯:১৮ পিএম

 

স্টাফ রিপোর্টার :: আজ শনিবার ০৯ নভেম্বর-২০২৪ ইংরেজি তারিখ সকাল ১১টায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ২০২৪-২০২৭ মেয়াদে এফপিএবি রাঙামাটি শাখা পরিষদ নির্বাচন-২০২৪ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচন-২০২৪ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফপিএবি রাঙামাটি পার্বত্য জেলা শাখার আজীবন সদস্য ও এমিরিটাস সভাপতি বিশিষ্ট সাংবাদিক একেএম মকছুদ আহমেদ।

নির্বাচন কমিশনের সদস্য সচিব ও জেলা কর্মকর্তা ডা. ক্যায়েং চাক এবং নির্বাচন কমিশনের সদস্য মো. জসিম উদ্দিন উপস্থিতিতে এফপিএবি রাঙামাটি শাখা পরিষদ নির্বাচন-২০২৪ এর চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার নির্মল বড়ুয়া মিলন।সভাপতি মিসেস সাহিদা আক্তার (ভোটার নং- ১৭২), সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান (ভোটার নং- ১১৯), কোষাধ্যক্ষ আবুল কালাম আকাশ (ভোটার নং- ৬৫), সদস্য মৈত্রী চাকমা (ভোটার নং- ৮১), ডাঃ পরশ খীসা (ভোটার নং- ৩৮), নাজমা আলী (ভোটার নং- ১৯৮), প্রদীপ বড়ুয়া (ভোটার নং- ৪৩), মুহাম্মদ আকবর আলী (ভোটার নং- ৬৭), দেবীকা মহাজন (ভোটার নং- ৭২),রেহেনা বেগম (ভোটার নং- ১৯৯), যুব সদস্য মো. আজমল উদ্দিন ফাহিম ও এডভোকেট আসমা আক্তারকে চুড়ান্তভাবে ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

নির্বাচন-২০২৪ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফপিএবি রাঙামাটি শাখার জেলা কর্মকর্তা ডাঃ ক্যয়েং চাক, নবনির্বাচিত কমিটির কোষাধ্যক্ষ আবুল কালাম আকাশ, এফপিএবি রাঙামাটি শাখার শুভাকাঙ্খী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,সাইফুল ইসলাম শাকিল, শাখার শুভাকাঙ্খী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, শাখার শুভাকাঙ্খী মো. আলী বাবর, রাঙামাটি শাখার আজীবন সদস্য ইন্দ্র দত্ত তালুকদার, রেজাউল করিম রেজা, নবনির্বাচিত কমিটির সভাপতি মিসেস সাহিদা আক্তার, নির্বাচন কমিশনের সদস্য মো. জসিম উদ্দিন, শাখার শুভাকাঙ্খী ও রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ২০২৪-২০২৭ মেয়াদে ২১টি জেলা শাখার নির্বাচন পরিচালনার সমন্বয়ক ও সিলেট শাখার জেলা কর্মকর্তা মো. জাকির হোসেন।
উক্ত ২০২৪-২০২৭ মেয়াদে এফপিএবি রাঙামাটি শাখা পরিষদ নির্বাচন-২০২৪ এফপিএবি জাতীয় কার্যালয়ের স্মারক নং- এফপিএবি/৭৬৩/২০২৪ তারিখ ২৭/০৮/২০২৪ নিদের্শনা মোতোবেক ২০শে অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখের মধ্যে শাখা পরিষদ নির্বাচন সম্পন্ন করার কথা থাকলেও রাঙামাটিসহ ৩ (তিন) পার্বত্য জেলার সার্বিক অবস্থা খারাপ ও জীবন যাত্রার চলাচল করার উপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক কর্তৃক ১৪৪ ধারা জারি করার কারনে (স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক) রাঙামাটি শাখার শাখা পরিষদ নির্বাচন যথা সময়ে তফসিল ঘোষণা ও নির্বাচন কার্যক্রম করা সম্ভব হয় নাই। সরকারী ঘোষণা ও জীবন যাত্রার চলাচল স্বাভাবিক হওয়ার সাথে সাথে শাখা পরিষদের কার্যক্রম শুরু করা হয়। এফপিএবি’র গঠনতন্ত্রের ২৮ অনুচ্ছেদ অনুযায়ী যাচাই বাছাই পুর্বক গত ৩০শে অক্টোবর ২০২৪ শাখার চুড়ান্ত মনোনীত প্রার্থীদের তালিকা সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে ও তফসিল মোতাবেক আজ ৯ নভেম্বর ঘোষণার মাধ্যমে শাখা পরিষদ নির্বাচন সম্পন্ন হয় ।
এফপিএবি’র গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮ এর জরুরী অবস্থা, আগাম অজানা কোন ঘটনা যেমন যুদ্ধ-বিগ্রহ, বন্যা, ভুমিকম্প, মহামারি এবং সরকারী নীতিমালা ও আদেশ যদি গঠনতন্ত্রের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান কাঠামো হতে নতুন কাঠামোতে উত্তোরনের ক্ষেত্রে তফসীলে বর্নিত কার্যক্রমকে সভাপতি পর্যালোচনা পূর্বক তার সুষ্ঠু পরিবর্তন করতে পারবেন।উল্লেখ্য, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি পার্বত্য জেলা শাখায় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে শাখা কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২০২৭ মেয়াদে এক মত বিনিময় সভা গত ১২ অক্টোবর-২০২৪ সকাল ৯টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট্য গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে আজ ০৯ নভেম্বর-২০২৪ ইংরেজি তারিখ সকাল ১১টায় ২০২৪-২০২৭ মেয়াদে এফপিএবি রাঙামাটি শাখা পরিষদ নির্বাচন-২০২৪ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।এফপিএবি রাঙামাটি শাখা পরিষদ নির্বাচন-২০২৪ এর চুড়ান্ত ফলাফল ঘোষনা অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার নির্মল বড়ুয়া মিলন।

পাঠকের মতামত

  • ছোটহরিণায় ১২ বিজিবি এর টহলদলের অভিযানে ১০৭৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার
  • রাঙামাটিতে সুজনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • ৪৮ ঘন্টার মধ্যে ঘোষিত প্রজ্ঞাপন বাতিল করা না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে
  • আলীকদমে কোটি টাকার কাজ ফেলে পালিয়ে গেছে ঠিকাদার 
  • টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা
  • টেকনাফে শপিং ব্যাগে মিলল ইয়াবা,আটক-১
  • আরসার শীর্ষ সন্ত্রাসী ছৈয়দুল আমিন গ্রেপ্তার, গ্রেনেড-অস্ত্র-গুলি উদ্ধার
  • মিয়ানমারের বিস্ফোরণের শব্দে আতঙ্কে টেকনাফ সীমান্তের মানুষ
  • হত্যা মামলার পলাতক আসামি অন্তর্বর্তী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য
  • রামুতে ‘হার পাওয়ার’ প্রকল্পের ৮০ জন নারী প্রশিক্ষনার্থীকে ল্যাপটপ বিতরণ
  • ৪৮ ঘন্টার মধ্যে ঘোষিত প্রজ্ঞাপন বাতিল করা না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে

             স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে সদস্য নিয়োগে অনিয়ম বৈষম্যের প্রতিবাদে সদস্য পদ থেকে ...

    আরসার শীর্ষ সন্ত্রাসী ছৈয়দুল আমিন গ্রেপ্তার, গ্রেনেড-অস্ত্র-গুলি উদ্ধার

              নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী সাতটি হত্যা ...

    মিয়ানমারের বিস্ফোরণের শব্দে আতঙ্কে টেকনাফ সীমান্তের মানুষ

             প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফ সীমান্তে একদিন বা দুইদিন পর-পরেই দিনে রাতে থেমে থেমে মিয়ানমারের রাখাইনের চলমান ...