নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মেরিন সিটি কল্যাণ তহবিল বৃত্তি পরীক্ষা। শুক্রবার (০৮ নভেম্বর) শহরতলীর লিংকরোড এলাকায় বীচ পাবলিক স্কুল এন্ড কলেজে এই পরীক্ষা শুরু হবে। প্রথম দিন ৫ম শ্রেণীর পরীক্ষা ও দ্বিতীয় দিন ৮ম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মেরিন সিটি কল্যাণ তহবিলের চেয়ারম্যান এএমজি ফেরদৌস এই বৃত্তির আয়োজন করেন। ২০২২ সাল থেকে এই বৃত্তি পরীক্ষা প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে।
বৃত্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বীচ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এম আলী আকবর জানান, এবারের পরীক্ষায় ৫ম শ্রেণীতে ৪৭১ জন ও ৮ম শ্রেণীতে ২৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
তার মতে, কক্সবাজার জেলার ৬টি উপজেলা থেকে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা মেরিন সিটি কল্যাণ তহবিল বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।
মেরিন সিটি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এএমজি ফেরদৌস জানান, কক্সবাজারের মেধাবী শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার প্রসারে এই বৃত্তির উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি জানান, এবার দুই শ্রেণীতে বিভিন্ন মেধার ক্যাটাগরিতে ১০৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে
পাঠকের মতামত