মুকুল কান্তি দাশ,চকরিয়া:
নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় ২’শ কেজি পলিথিন জব্দ এবং ২০ হাজার টাকা জরিমানা আদায়ও করা হয়েছে।
বৃহস্পতিবার (৭নভেম্বর) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরফান উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সরকরা কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারে দুই দোকান থেকে ২’শ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে ওই দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরফান উদ্দিন বলেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এই অভিযান চলমান থাকবে।###
পাঠকের মতামত