আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে নাফনদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশী জেলেকে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭নভেম্বর) বিকালে তাদেরকে বঙ্গোপসাগরের মোহনা দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে আরাকান আর্মি।ফেরত আনা জেলেরা হলেন,টেকনাফের শাহপরীরদ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮),শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮),নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২)মৃত নজু মিয়ার ছেলে আবুল হোছন (৪৫),মৃত নাজির হোছনের ছেলে আয়ুব খান (৪৮),মৃত মোঃ ইউসুফের ছেলে নুর হোছন (৪৫),মৃত বশির আহমদের ছেলে মোঃ বেলাল (২৯),মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫),মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সোলতান আহমদের ছেলে মোঃ হাশিম (৩৫),মোঃ আলমের ছেলে মোঃ হোছেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মোঃ ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০)মৃত মোঃ ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০)মৃত মছন আলীর ছেলে মোঃ ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪),মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩)আবদু শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০),মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭)ও উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,গত মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা হতে ২০জন বাংলাদেশী জেলে ১৫টি হস্তচালিত ও ২টি ইঞ্জিন চালিত নৌকাযোগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।জেলেরা মাছ ধরতে ধরতে একসময় ভূলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া নামক স্থানে ঢুকে পড়ে।এসময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ২০বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়।পরে জেলেদের পরিবার বিষয়টি বিজিবিকে অবহিত করলে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়।সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে আরাকান আর্মির কাছ থেকে বাংলাদেশি২০জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে।তিনি আরও জানান,পরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে জেলেদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত