টেকনাফে কোস্টগার্ডে অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে বস্তাবর্তী ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। বুধবার (৪ ডিসেম্বর) ...
রেজাউল করিম রেজা, বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় উপজেলার শিলখালী ইউপির চেয়ারম্যান কামাল হোছাইন (৫২) কে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।বুধবার (৬ নভেম্বর) রাত ১১ দিকে চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।চকরিয়া থানার এস আই ইমরুল হোসেন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।
এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেপতারকৃত চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত