ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪ ১২:১৯ পিএম , আপডেট: নভেম্বর ৬, ২০২৪ ১২:২০ পিএম

উখিয়া ( কক্সবাজার) সংবাদদাতা : ( ৫ নভেম্বর ২০২৪ খ্রি:) :
কক্সবাজারের উখিয়ায় গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিডিপি) প্রকল্প উদ্বোধন করা হয়েছে৷

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

গুড নেইবারস বাংলাদেশ ১৭ তম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন ও পালংখালী ইউনিয়নের ১ হাজার ১০০ শিশু এবং প্রায় ৫ হাজার উপকারভোগী নিয়ে কাজ করবে।

গুড নেইবারস বাংলাদেশ এর উখিয়া সিডিপির প্রোগ্রাম ম্যানেজার মৌসমি চাকমা এবং কক্সবাজার আরইআর প্রজেক্টের চাইল প্রোটেকশন ম্যানেজার এ কে আবুল ফাত্তাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জহির আব্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রুমান, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা শিক্ষার অফিসার ও গুড নেইবারস বাংলাদেশ এর স্টেনডিং কমিটির সদস্য ফারজানা শারমিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ও গুড নেইবারস বাংলাদেশ এর এডভাইজার কমিটির সদস্য মো হারুনুর রশিদ খান, নোঙর এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও গুড নেইবারস বাংলাদেশ এর এডভাইজার কমিটির সদস্য দিদারুল আলম রশিদ, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষা, শিক্ষার্থী, মহিলা ইউপি সদস্য ও পুরুষ ইউপি সদস্য, নারী ও সমাজের লিডার, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।

অনুষ্ঠান শেষে ফিতা কেটে ও সিডিপি অফিসের ফলক উন্মোচন ও অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুল বলেন, আমরা শিশু পরিষদ, যুব পরিষদ, কমিউনিটি উন্নয়ন কমিটি, শিশু অধিকার সু-রক্ষাকারী এবং কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে কাজ করি। গুড নেইবারস ক্ষমতায়ন, নেতৃত্ব, মালিকানা এবং তাদের পরিবেশের সাথে সামঞ্জস্যের মাধ্যমে কমিউনিটির টেকসই উন্নয়ন সাধন করে।

বক্তারা বলেন, গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)- শিক্ষা, স্বাস্থ্য এবং আয় বৃদ্ধিমূলক প্রকল্পগুলোর মাধ্যমে কমিউনিটির টেকসই এবং পরিপূর্ণ উন্নয়নের লক্ষ্যে কাজ করবে৷ প্রকল্পের তৈরি পরিবেশে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠে এবং তাদের অধিকার সুরক্ষিত হবে৷

গুড নেইবারস- শিক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্য, ডিআরআর, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা, আয় বৃদ্ধি কার্যক্রম শিশু অধিকার সমর্থন এবং কমিউনিটির অংশীদারিত্ব এইসব ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে ভূমিকা রাখার মাধ্যমে কমিউনিটির ইতিবাচক পরিবর্তনকে ত্বরান্বিত এবং তাদের স্বনির্ভরতাকে শক্তিশালী করবে৷

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) ২০১৭ সালে জরুরী ত্রাণ সহায়তা কার্যক্রমের পরিচালনার মাধ্যমে কক্সবাজারের উখিয়া উপজেলায় এসেছিল। ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্যাম্প-৩ এ নারী-বান্ধব এবং শিশু-বান্ধব সেন্টার বাস্তবায়নের মাধ্যমে শিশু শিক্ষা ও সুরক্ষা কার্যক্রমসহ শিশু ও নারী-বান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইউনিসেফের সাথে অংশীদারিত্বে হোস্ট কমিউনিটির জন্য ওয়াশ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখিত কার্যক্রম পরিচালনার সময় জিএনবি বিশেষ করে হোস্ট কমিউনিটির সাথে আরোও কিছু কার্যক্রম পরিচালনা করেছে। জিএনবি হোস্ট কমিউনিটির চাহিদা মূল্যায়নের জন্য বেসলাইন জরিপ পরিচালনা করেছে। এলাকার প্রয়োজনীয়তা মূল্যায়নের করে শিশু অধিকার, শিশু শিক্ষা ও স্বাস্থ্য এবং নারী নেতৃত্ব গঠনের জন্য কমিউনিটিকে সম্পৃক্ত করে কমিউনিটির উন্নয়ন করতে জিএনবি প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা উপলবদ্ধি করছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উখিয়ায় গুড নেইবারস-এর সিডিপি প্রকল্প উদ্বোধন

  • সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে-জিওসি
  • রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • আমরা জাহেলিয়াত মুক্ত নতুন প্রজন্ম তৈরি করতে চাই- মঞ্জুরুল ইসলাম
  • সিন্ডিকেট ভাংতে পঞ্চগড়ে শুরু হয়েছে নায্যমুল্যের বাজার  
  • পর্যটকদের সেন্টমার্টিনে যেতে লাগবে নিবন্ধন, হতাশ দ্বীপবাসি
  • উজিরপুরের সাতলায় যড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন
  • প্রধান নির্বাচন কমিশনার হলেন কক্সবাজারের সন্তান এ এম এম নাসির উদ্দীন
  • শিক্ষার্থীরাই বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে এগিয়ে নিয়ে যাবে-ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান
  • টেকনাফে র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামী গ্রেফতার
  • টেকনাফে র‍্যাবের অভিযানে বিদেশি মদ উদ্ধার
  • সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে-জিওসি

             প্রতিনিধি। রামু সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৯৭১ সালের ...

    রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

             স্টাফ রিপোর্টার, রামু কক্সবাজারের রামুতে আর্ন্তজাতিক দাতা সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর শিক্ষা প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ...

    আমরা জাহেলিয়াত মুক্ত নতুন প্রজন্ম তৈরি করতে চাই- মঞ্জুরুল ইসলাম

             ডেস্ক রিপোর্ট আজ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ইং তারিখ বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলার শিল্পকলা একাডেমির ...

    পর্যটকদের সেন্টমার্টিনে যেতে লাগবে নিবন্ধন, হতাশ দ্বীপবাসি

                প্রতিনিধি।পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণে যেতে নিবন্ধন ও ট্রাভেল পাস নিতে হবে সরকারের এমন সিদ্ধান্তে ...

    উজিরপুরের সাতলায় যড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন

               নাজমুল হক মুন্না, উজিরপুর ::জেলার উজিরপুরে মিথ্যা মামলা দিয়ে শত পরিবারকে হয়রানি করার অভিযোগে ...

    প্রধান নির্বাচন কমিশনার হলেন কক্সবাজারের সন্তান এ এম এম নাসির উদ্দীন

               কুতুবদিয়া প্রতিনিধি: বাংলাদেশ সরকারের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার অবসরপ্রাপ্ত ...

    শিক্ষার্থীরাই বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে এগিয়ে নিয়ে যাবে-ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান

              নিজস্ব প্রতিবেদক কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও ঈদগাঁও রশিদ আহমেদ কলেজ গভর্নিং ...