জাহাঙ্গীর আলম,টেকনাফ ( কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে নাফনদী দিয়ে সাগরে মাছ ধরার জন্য গেলে ১৩ টি নৌকা ও ২ টি ইঞ্জিন চালিত বোট সহ ২০ বাংলাদেশি জেলেকে মিয়ানমার বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যান।
আটক বাংলাদেশি জেলেদের তাৎক্ষণিকভাবে বিস্তারিত নাম পাওয়া যায়নি। এ বিষয়টি নিশ্চিত করেন সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুস সালাম মেম্বার।
আব্দুস সালাম মেম্বার বলেন,আজ মঙ্গলবার ( ৫ নভেম্বর) বিকালের দিকে টেকনাফ,কুতুপালং ও শাহপরীর দ্বীপের ২০ জন বাংলাদেশি জেলে মাছ ধরার জন্য নাফনদী দিয়ে সাগরে যাচ্ছিল।এ সময় তারা ভুলবশত এপারের সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর পার হলে শাহপরীর দ্বীপের ওপারের মিয়ানমারের সীমান্ত থেকে ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট সহ সশস্ত্র অবস্থায় আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ভুগছেন।
পাঠকের মতামত